
Home যশোর জেলা / Jessore District > চৌগাছা শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় (১৯২৮)
এই পৃষ্ঠাটি মোট 99715 বার পড়া হয়েছে
চৌগাছা শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় (১৯২৮)
চৌগাছা উপজেলার প্রাণকেন্দ্র ১১.৯৩ একর জমির উপর ৬ কক্ষ ও ৯ কক্ষ বিশিষ্ট দ্বিতলভবন, ৩ কক্ষ বিশিষ্ট অফিস ভবন, ১০ কক্ষ বিশিষ্ট একটি সেমি পাকা ছাত্রাবাস, বিজ্ঞানাগার, মসজিদ ও প্রধান শিক্ষকের বাসভবন নিয়ে অবস্থান করছে চৌগাছা শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যfলয়। চৌগাছা এলাকায় কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় স্বরূপদহ গ্রামের বাসিন্দা ও তৎকালীন চৌগাছা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মরহুম শাহাদৎ হোসেন স্থানীয় বিদ্যানুরাগী ব্যক্তিদের সহায়তায় ১৯২৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রথম অবস্থায় স্থানীয় বাজারে হাজী বোরাক আলীর টিনের দোকান ঘরে প্রাথমিক বিদ্যালয় হিসেবে বিদ্যালয়টির শিক্ষাদান কার্যক্রম শুরু হয়। ১৯৩০ সালে বিদ্যালয়টি মধ্য ইংরেজী (এম. ই) স্কুলে উন্নীত হয় এবং বাজারের হাট চাঁদনীতে ক্লাস শুরু করা হয়। ১৯৪০ সালে স্থানীয় হিন্দু জমিদার বি. সরকার কর্তৃক কলকাতার গিনি হাউসের মালিক গোট বিহার সরকারের জমি দখল করে বিদ্যালয়টির জন্য একটি পাকা দালান ঘর র্নিমাণ করা হয়। ১৯৪৫ সালে বিদ্যালয়টি কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক উচ্চ ইংরেজী বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। যে সমস্ত বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ বিদ্যালয়টি প্রতিষ্ঠা ও উহার উন্নয়নের জন্য বিশেষ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য দিঘল সিংগা গ্রামের মরহুম আব্দুল খালেক, ইসাপুর গ্রামের মরহুম মওলা বকস বিশ্বাস, জগদিসপুর গ্রামের মরহুম তোফাজ্জেল হোসেন, পাতিবিলা গ্রামের মোঃ শাহাজাহান আলী, গরিবপুর গ্রামের মৃত নেছার আলী, চৌগাছা গ্রামের মরহুম ইব্রাহীম আহমেদ, মরহুম জাবেদ আলী বিশ্বাস, মরহুম দুখি বিশ্বাস, মরহুম আব্দুল গনি বিশ্বাস প্রমুখ। মরহুম শাহাদৎ হোসেনের অক্লান্ত প্রচেষ্টায় বিদ্যালয়টির নামকরণ করা হয় চৌগাছা শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মরহুম সর্বেশ্বর খাঁ। বিদ্যালয়টি চৌগাছা উপজেলার একটি ঐতিহ্যবাহী গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথা
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান (বিপুল)
শামিউ আমিন (শান্ত)