
Home যশোর জেলা / Jessore District > সলুয়া মাধ্যমিক বিদ্যালয় (১৯৬২)
এই পৃষ্ঠাটি মোট 99690 বার পড়া হয়েছে
সলুয়া মাধ্যমিক বিদ্যালয় (১৯৬২)
চৌগাছা-যশোর সড়কের ধারে শ্রোতহীন মুক্তশ্বরী নদীর তীরে শিক্ষা বঞ্চিত সুবিস্তৃত জনপদের কেন্দ্রস্থলে ১.৫০ একর জমির উপর ৭ কক্ষ বিশিষ্ট পাকা দেয়াল ও টিন-শেডের ‘এল’ আকৃতির ভবন নিয়ে এতদ্বঞ্চলের একমাত্র শিক্ষা পাদপীঠ এই সলুয়া মাধ্যমিক বিদ্যালয়টি অবস্থিত। ১৯৬২ সনে কাঁচা ঘরে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এর আত্মপ্রকাশ। পরবর্তীকালে ১৯৭০ সনে প্রতিষ্ঠানটি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে যশোর শিক্ষা বোর্ডের অনুমোদন লাভ করে। বর্তমানে তিন শতাধিক ছাত্র ছাত্রী এ বিদ্যালয়ে অধ্যায়নরত আছে।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত