
Home যশোর জেলা / Jessore District > সম্মিলনী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় (ধুলিয়ানী)
এই পৃষ্ঠাটি মোট 96425 বার পড়া হয়েছে
সম্মিলনী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় (ধুলিয়ানী)
যশোর জেলার চৌগাছা উপজেলার একটি গ্রাম ধুলিয়ানী। ধুলিয়ানীর পাশ দিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদের তীরে এক গ্রাম্য প্রাকৃতিক পরিবেশে ২.৩০ একর জমির উপর স্বল্প সংখ্যক গৃহাদি নিয়ে বিদ্যালয়টির অবস্থান। নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে একটি কাঁচা ঘরে এর আত্নপ্রকাশ ঘটে। ১৯৭৩ সালে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সকল বিদ্যোৎসাহী ব্যক্তির অবদান উল্লেখযোগ্য তাদের মধ্যে অধ্যাপক আব্দুল জলিল, মোঃ মহসীন আলী, মোঃ মনসুর আলী, মোঃ আমানত আলী, মোঃ শের আলী, মোঃ আব্দুল মজিদ, মোঃ শাহদৎ হোসেন ও মরহুম মোঃ সুরত আলী বিশ্বাস এর নাম উল্লেখযোগ্য। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন মুহম্মদ মহসীন আলী (বি, এ, বি-এড)।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
ওয়েব সম্পাদনা :
শামিউল আমিন শান্ত