
Home যশোর জেলা / Jessore District > বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় (১৯৩৭)
এই পৃষ্ঠাটি মোট 96472 বার পড়া হয়েছে
বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় (১৯৩৭)
শার্শা, ঝিকরগাছা ও কলারোয়া উপজেলার মধ্যবর্তী খুলনা-সাতক্ষীরা সড়কের পূর্ব পার্শ্বে বাগআঁচড়া গ্রামে ১৯৩৭ সালে মধ্য ইংরাজী (এম. ই) বিদ্যালয় হিসেবে এই প্রতিষ্ঠানটি আত্নপ্রকাশ করে। বিদ্যালয়টি ১৯৪৭ সালে বিশ্ববিদ্যালয় কর্তৃক উচ্চ ইংরাজী (এইচ. ই) বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। এই সময় বিদ্যালয়টির নিকটবর্তী এলাকায় কোন উচ্চ ইংরাজী স্কুল ছিল না। অদ্যাবধি প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সাথে শিক্ষা বিস্তার করে আসছে। এছাড়া যশোর শিক্ষা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় ১৯৭১ সালে ৭ম, ১৯৭৫ সালে ৬ষ্ঠ, ১৯৮১ সালে ৬ষ্ঠ ও ১৯৮৪ সালে একজন ছাত্র ১১তম স্থান লাভ করে এবং চ্যান্সেলর পুরস্কার অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটির গৌরব বেড়ে যায়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শ্রীযুক্ত বাবু হরিগোপাল সাধু। প্রাথমিক পর্যায়ে অন্যান্য যারা অবদান রাখেন তারা হলেন বিষ্ণু গোপাল সাধু, মোঃ হবিবর রহমান মোল্যা, মোঃ এরফান আলী সরদার, মোঃ চতুর মণ্ডল, ডাঃ এস. এম. আফিল উদ্দিন প্রমুখ। বিদ্যালয়টি বর্তমানে ৪ একর ৮ শতক জমির উপর ১১ কক্ষ বিশিষ্ট সুরম্য দোতলা ভবন, বিজ্ঞান ভবন, প্রধান শিক্ষকের পাকা বাসভবন এবং বৃত্তিমূলক শিক্ষার জন্য একটি “ওয়ার্কসপ” নিয়ে অবস্থান করছে।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথা
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মো. হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত