
Home যশোর জেলা / Jessore District > বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় (১৮৮৭)
এই পৃষ্ঠাটি মোট 96507 বার পড়া হয়েছে
বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় (১৮৮৭)
আর্ন্তজাতিক স্থল বন্দর বেনাপোলে ভারত-বাংলাদেশের একেবারে সীমান্ত ঘেঁষে ৩.৩৪ একর জমির উপর ১০ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন, ১টি ৭ কক্ষ বিশিষ্ট সেমি পাকা ভবন, ১টি বিজ্ঞান ভবন ও ৩ কক্ষ বিশিষ্ট ছাত্রাবাস নিয়ে বিদ্যালয়টি অবস্থান করছে। ১৮৮৭ সালে মধ্য ইংরেজী (এম. ই) স্কুল হিসেবে বিদ্যালয়টির আত্নপ্রকাশ ঘটে। দীর্ঘদিন বিদ্যালয়টি চালু থাকার পর ১৯৪৭ সালে দেশ বিভাগের পর বিদ্যালয়টির পৃষ্ঠপোষক হিন্দু সম্প্রদায়ের অধিকাংশ ভারতে চলে যাওয়ায় বিদ্যালয়টির অচলাবস্থায় দেখা দেয়। ১৯৫২ সালে স্থানীয় বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের প্রচেষ্টায় বিদ্যালয়টিকে আবার পুনরুজ্জীবিত করা হয়। বিদ্যালয়টি ১৯৫৭ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে সরকারী অনুমোদন লাভ করে। বিদ্যালয়টির উন্নয়নের জন্য প্রাক্তন শিক্ষকগণের মধ্যে বিশেষ অবদান রাখেন প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস আলী ও সিনিয়র শিক্ষক এ. এম. মমিনউদ্দীন। বিদ্যালয়টি স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। বিদ্যালয়টি এই এলাকার একটি প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথা
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মো. হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত