
Home যশোর জেলা / Jessore District > বুরুজবাগান বহুমুখী উচ্চ বিদ্যালয় (১৯৪২)
এই পৃষ্ঠাটি মোট 96456 বার পড়া হয়েছে
বুরুজবাগান বহুমুখী উচ্চ বিদ্যালয় (১৯৪২)
যশোর-বেনাপোল মহাসড়কে শার্শা উপজেলার আওতাধীন নাভারণ বাজারের সন্নিকটে এক মনোরম পরিবেশে ১৯৪২ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। এর পূর্বে ১৯২২ সালের দিকে অবিভক্ত বাংলার জেলা শিক্ষা পরিদর্শক মরহুম বক্তজামানের নামে এই এলাকায় একটি এম. ই. স্কুল ছিল। কিন্তু উচ্চ শিক্ষার কোন সুব্যবস্থা না থাকায় শার্শা উপজেলার শিবচন্দ্রপুর গ্রামের বাসিন্দা ও সাবেক পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বচিত সদস্য খান সাহেব মোহাম্মদ জিন্নাতুল্লাহ এই এলাকার উচ্চ শিক্ষার সমাধান কল্পে বুরুজবাগান উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রথম পর্যায়ে বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম শুরু হয় ইটের কাঁচা গাঁথুনরি খড়ের ঘরে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে যাঁদের অবদান আপরিসীম তাঁরা হলেন মোঃ আব্দুল বারী খান, দেওয়ান মোঃ মোকছেদ আলী, মোঃ মতিয়ার রহমান সরদার, ডাক্তার মহম্মদ মতিয়ার রহমান, শ্রী মাখন লাল চ্যাটার্জী, আহম্মদ আলী মণ্ডল ও তৎকালীন বন গাঁ মহকুমা প্রশাসক মহম্মদ মিজানুর রহমান। বিদ্যালয়টি বর্তমানে ৪.৬৪ একর জমির উপর বৃহৎ দ্বিতল ভবন ও একটি সেমি পাকা ভবন নিয়ে অবস্থান করছে। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন শ্রী সৌরেন্দ্র মোহন সেন (এম. এ)।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথা
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মো. হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত