
Home যশোর জেলা / Jessore District > বুরুজবাগান পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৬২)
এই পৃষ্ঠাটি মোট 96444 বার পড়া হয়েছে
বুরুজবাগান পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৬২)
যশোর বেনাপোল সড়কের দক্ষিণ পার্শ্বে নাভারণ বাজারের নিকটবর্তী এলাকায় প্রাকৃতিক এক মনোরম পরিবেশে ১ একর ৭২ শতক জমির উপর ৮ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন এবং ২ কক্ষ বিশিষ্ট একটি আধা পাকা ভবন নিয়ে বিদ্যালয়টির অবস্থান। এই এলাকার নারী শিক্ষা সমস্যার সমাধান কল্পে ১৯৬২ সালে নিন্ম মাধ্যমিক বিদ্যালয় হিসেবে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এই সময় বিদ্যালয়টি তৎকালীন খুলনা বিভাগীয় কমিশনারের স্ত্রী “রানীর” নামের সাথে এলাকার নাম সংযুক্ত করে বিদ্যালয়টির নামকরণ করা হয় “বুরুজ বাগান রানী আহমদ জুনিয়র গার্লস হাইস্কুল।” পরবর্তীতে বিদ্যালয়ের এই নামটি পরিবর্তন করে নাম রাখা হয় বুরুজ বাগান পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়।
প্রথম পর্যায়ে অল্প সংখ্যক ছাত্রী নিয়ে একটি সাধারণ গৃহে বিদ্যালয়টির শ্রেণী কার্যক্রম শুরু হয়। ১৯৬৫ সালে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় হিসেবে সরকারী অনুমোদন লাভ করে। বিদ্যালয়টি ১৯৭৩ সালে মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয় এবং যশোর শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টি প্রতিষ্ঠা ও বিভিন্ন সময়ে উহার উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন মরহুম খান মোঃ জিন্নাতুল্লহ, মরহুম মোঃ তবিবর রহমান সরদার খান, মোঃ তবিবর রহমান সরদার, মোঃ মমতাজ উদ্দীন সরদার, মোঃ আবু জাফর নুরুন্নবী মিঞা, ডাঃ মোঃ আবদুল গণী, মোঃ তোফাজ্জেল, মোঃ গোলাম সাকার প্রমুখ শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। বিদ্যাটির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মুহম্মদ আবুল কাশেম। বিদ্যালয়টি এই এলাকার নারী শিক্ষার একমাত্র আদর্শ বিদ্যাপীঠ।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথা
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মো. হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত