
Home যশোর জেলা / Jessore District > ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৯)
এই পৃষ্ঠাটি মোট 96488 বার পড়া হয়েছে
ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৯)
শার্শা উপজেলার অন্তর্গত ৩নং বাহাদুরপুর ইউনিয়নের একমাত্র মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৬৯ সালে ধান্যখোলা গ্রমের বাসিন্দা ও একজন প্রাক্তন শিক্ষক এ. এম. মোমিন উদ্দীন আহম্মেদ প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্নে নিন্ম-মাধ্যমিক হিসেবে আত্নপ্রকাশ করে। পরবর্তীতে ১৯৮৬ সালে এটি মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়। বিদ্যালয়টি বর্তমানে ৩.৫০ একর জমির উপর ৫ কক্ষ বিশিষ্ট টিনশিড, ২ কক্ষ বিশিষ্ট খড়ের ছাউনি এবং ৩ কক্ষ বিশিষ্ট পাকা ভবন নিয়ে অবস্থিত। বর্তমানে তিন শতাধিক ছাত্র-ছাত্রী বিদ্যালয়টিতে পড়াশুনা করছে। এস. এস. সি পরীক্ষাতেও ছাত্র-ছাত্রীরা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হচ্ছে। স্থানীয় জনসাধারণ, বিদ্যোৎসাহী ব্যক্তিবৃন্দ ও এই প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টি ক্রমশঃ উন্নতি লাভ করছে।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথা
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মো. হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত