
Home যশোর জেলা / Jessore District > ডি. এস. টি. দ্বি-মুখী হাইস্কুল (১৯৬৮)
এই পৃষ্ঠাটি মোট 96521 বার পড়া হয়েছে
ডি. এস. টি. দ্বি-মুখী হাইস্কুল (১৯৬৮)
শার্শা উপজেলার ৮ নং বাগআঁচড়া ইউনিয়নের জামতলা বাজারের সন্নিকটে ১.৫০ একর জমির উপর ৪ কক্ষ বিশিষ্ট একতলা ভবন ও ৪ কক্ষ বিশিষ্ট আর একটি টালীর ঘর নিয়ে বিদ্যালয়টি অবস্থিত। এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিদের প্রচেষ্টায় ১৯৬৮ সালে বিদ্যালয়টি স্থাপিত হলেও ১৯৭১ সালে নিন্ম মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি পায় এবং ১৯৭৪ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে যশোর শিক্ষা বোর্ডের অনুমোদন পায়। আজকের এই মাধ্যমিক বিদ্যালয়টি একদিন সূচনা হয়েছিল শামটা টেংরা প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়টির প্রতিষ্ঠা ও উন্নয়নের পেছনে যাঁদের অবদান রয়েছে, তাঁরা হলেন মরহুম মোঃ মতিয়ার রহমান, মোঃ আতিয়ার রহমান, মোঃ মফিজউদ্দীন বিশ্বাস, মোঃ শের আলী মণ্ডল, মৃত মোঃ আব্দুর রহমান, মোঃ নাসির উদ্দীনসহ স্থানীয় সুধীবৃন্দ। এই বিদ্যালয় ভবন নির্মাণ ও সংস্কার সাধনের ব্যাপারে সাবেক জেলা প্রশাসক মহিউদ্দীন খান আলমগীরের অবদান অনস্বীকার্য। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ মোদাবের হোসেন (বি, এ)।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথা
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মো. হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত