
Home যশোর জেলা / Jessore District > বাগ আঁচড়া সম্মিলিত উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৭০)
এই পৃষ্ঠাটি মোট 96542 বার পড়া হয়েছে
বাগ আঁচড়া সম্মিলিত উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৭০)
১৯৭০ সালের জানুয়ারী মাসে অল্প সংখ্যাক ছাত্রী নিয়ে বাগআঁচড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের পুরাতন গৃহে নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয় হিসেবে বিদ্যালয়টির ক্লাস শুরু হয়। এই সময় বাগআঁচড়া ইউনাইটেড বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসগর আলী ও অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দের পৃষ্ঠপোষকতা বিদ্যালয়টি পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হয়। পরবর্তী বছর ছাত্রী সংখ্যা বৃদ্ধি পেলে বাগআঁচড়া মাদ্রাসায় ক্লাস চলতে থাকে। পরে মোঃ পাঞ্জাব আলী চৌধুরী স্বল্প মূল্যে বিদ্যালয়ের কাছে উল্লেখিত জমি বিক্রয় করেন এবং বাগআঁচড়া বাজারের নিকটবর্তী বেত্রাবর্তী নদীর পশ্চিম তীরে মনোরম পরিবেশে উক্ত জমির উপর গড়ে ওঠে বর্তমানের বাগআঁচড়া সম্মিলিত উচ্চ বালিকা বিদ্যালয়ের ভবনটি। ১.৫০ একর জমির উপর চার পাশ প্রাচীর দিয়ে ঘেরা বিদ্যালয়ের মোট তিনটি গৃহ আছে। ৬ কক্ষ বিশিষ্ট পূর্বদুয়ারী এই গৃহটি টিনের ছাউনী ও পাকা দেওয়াল, দক্ষিণ দুয়ারী এই ভবনটি ২ কক্ষ বিশিষ্ট সম্পূর্ণ পাকা ভবন ও উত্তর দুয়ারী টিনের ছাউনী এই ঘরটিতে আছে ৪টি কক্ষ। বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য এলাকাবাসী সম্মিলিতভাবে চেষ্টা করেন। তবে অগ্রণী ভূমিকায় ছিলেন মোঃ হবিবুর রহমান মোল্যা, মোঃ করিম বক্স, মোঃ বরকোতুল্যা শংকরপুর, মোহাম্মদ আলী ও ওমর আলী দফাদার, ফুলবাড়িয়া বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ হাফিজ উদ্দিন (বি. এ. বি. এড)। বিদ্যালয়টি ১৯৭২ সালে মাধ্যমিক বালিকা বিদ্যালয় হিসেবে যশোর শিক্ষা বোর্ডের অনুমোদন লাভ করে।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথা
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মো. হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত