
Home যশোর জেলা / Jessore District > মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়
এই পৃষ্ঠাটি মোট 96419 বার পড়া হয়েছে
মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়
সীমান্ত এলাকা বেনাপোল। দেশ স্বাধীনের পর জনসংখ্যার সাথে বন্দরের কর্ম-ব্যস্ততা বৃদ্ধি পাওয়ায় বেনাপোলে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজন দেখা দেয়। সেই সমস্যা সমাধানে এগিয়ে আসেন হাজী মশিয়ার রহমান। তিনি তাঁর নিঃসন্তান চাচীর স্মৃতি রক্ষার্থে জমিসহ ৪০ হাজার টাকা দান করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি তাঁর চাচীর নামে নামকরণ করা হয় “মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়”। প্রথম পর্যায়ে একটি কাঁচা গৃহে অল্প সংখ্যক ছাত্রী নিয়ে নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয় হিসেবে বিদ্যালয়টির পাঠদান কার্যক্রম শুরু হয়। ১৯৮০ সালে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে যাঁরা সর্বাত্নকভাবে সহযোগিতা করেছেন তাঁরা হলেন বেনাপোল হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস আলী ও প্রাক্তন শিক্ষক মোঃ মমিন উদ্দীন। বর্তমানে বিদ্যালয়টি ১ একর ১৫ শতক জমির উপর ৪ কক্ষ বিশিষ্ট পাকা একতলা ভবন ও ২ কক্ষ বিশিষ্ট পাকা বিজ্ঞানাগার নিয়ে অবস্থান করছে। বিদ্যালয়টি এই অঞ্চলের নারী শিক্ষার একটি আদর্শ বিদ্যাপীঠ।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথা
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মো. হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত