
Home যশোর জেলা / Jessore District > শাড়াতলা দ্বি-মুখী মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৬)
এই পৃষ্ঠাটি মোট 96425 বার পড়া হয়েছে
শাড়াতলা দ্বি-মুখী মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৬)
বুরুজ বাগান থেকে কাশীপুর রাস্তার পূর্ব পাশে নৈহাটী গ্রামে পল্লীর এক নিভৃত কোণে ২.৬৮ একর জমির উপর ৮ কক্ষ বিশিষ্ট পাকা ভবন নিয়ে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা শার্শা উপজোলার শালকোনা গ্রামে একজন সমাজসেবক ও বিদ্যোৎসায়ী ব্যক্তি মোঃ তবিবর রহমান বিশ্বাস। ১৯৬৬ সালে এটি নিন্ম মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে ১৯৭৩ সালে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়। প্রাথমিক পর্যায়ে ঘরটি কাঁচা ছিল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সীমান্ত এলাকার এ বিদ্যালয়টির ব্যাপক ক্ষতি সাধিত হয়। বিদ্যালয়টি গড়ে তোলার পেছনে যাঁদের অবদান অনস্বীকার্য, তাদের মধ্যে উল্লেখযোগ্য মরহুম এ. কে. এম. কলীমুদ্দীন, অধ্যাপক ইছাহক আলী, মোঃ ফজলুল হক মোল্যা, মরহুম মোঃ হারুন আলী খান, মরহুম মোঃ গোলাম রহমান, মরহুম মোঃ ছমির উদ্দিন সরদার প্রমুখ। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মৃত এ. কে. এম কলীমুদ্দিন আহম্মেদ।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথা
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মো. হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত