
Home যশোর জেলা / Jessore District > নেহালপুর মাধ্যমিক বিদ্যালয় (১৯১৭)
এই পৃষ্ঠাটি মোট 96485 বার পড়া হয়েছে
নেহালপুর মাধ্যমিক বিদ্যালয় (১৯১৭)
মনিরামপুর উপজেলার নেহালপুর বাজার সংলগ্ন টেকা-মনি-রামপুর, সড়কের দক্ষিণ পার্শ্বে ৩ একর জমির উপর ৭ কক্ষ বিশিষ্ট টিনের সেড যুক্ত পাকা ঘর এবং টিনের সেডযুক্ত মেয়েদের একটি সাধারণ কক্ষ নিয়ে নেহালপুর মাধ্যমিক বিদ্যালয়টি অবস্থিত। ১৯১৭ সালে নেহালপুর বাজারের নিকটবর্তী এলাকায় মধ্য ইংরেজী বিদ্যালয়টি কিছুদিন চলার পর অচলাবস্থা দেখা দেয়। পরবর্তীতে বিদ্যালয়টিকে আবার পূনরুজ্জীবিত করেন মরহুম ডাঃ মোঃ মোসলেম উদ্দীন। বিদ্যালয়টি ১৯৫৭ সালে নিন্ম মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠা ও বিভিন্ন সময়ে এর উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন অত্র এলাকার মরহুম মোঃ আখেজ উদ্দিন বিশ্বাস, মরহুম মোঃ মোসলেম উদ্দীন, মরহুম মোঃ আব্দুল লতিফ সরদার, মরহুম মোঃ উজীর আলী দফাদার, স্বর্গীয় সরেন্দ্রনাথ হালদার, মরহুম মোঃ ইউসুফ আলী মোল্লা, স্বর্গীয় উপেন্দ্রনাথ মন্ডল, অত্র বিদ্যালয়ের দফতরী মোঃ আবদুল করিম দফাদার প্রমুখ। বিদ্যালয়টি নেহালপুরের একটি প্রাচীনতম বিদ্যাপীঠ।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথা
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল