
Home যশোর জেলা / Jessore District > কুলটিয়া বালিকা বিদ্যালয় (১৯১৮)
এই পৃষ্ঠাটি মোট 96479 বার পড়া হয়েছে
কুলটিয়া বালিকা বিদ্যালয় (১৯১৮)
অশিক্ষা, কুশিক্ষায় যখন এই এলাকার তফশীল হিন্দু সম্প্রদায় গভীর অন্ধকারে নিমজ্জিত, ঠিক সেই চরম মুহুর্তে ১৯১৮ সালে এলাকাবাসীদের জ্ঞানদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় মশিয়াহাটি বিদ্যালয়টি। একই সঙ্গে নারী শিক্ষার গুরুত্ব ও ভবিষ্যৎ চিন্তা করে ১৯২৪ সালে কুলটিয়া বালিকা বিদ্যালয়টি স্থাপন করা হয়।
১৯২১ সালে মশিয়াহাটি বালিকা বিদ্যালয় নাম নিয়ে একটা কুড়ে ঘরে মাত্র কয়েকজন ছাত্রী নিয়ে এর যাত্রা শুরু হয়। প্রথম পর্যায়ে বিদ্যালয়টির জন্য বিশেষ অবদান রাখেন মশিয়াহাটি বিদ্যালয়ের করণিক শ্রীমন্ত কুমার বিশ্বাস। ১৯৩৫ সালে বিদ্যালয়টি নিন্ম প্রাথমিক বালিকা বিদ্যালয় হতে উচ্চ প্রাথমিক বালিকা বিদ্যালয় হিসেবে উন্নীত করা হয়। ১৯৩৯ সালে বিদ্যালয়টির স্থান পরিবর্তন করে বর্তমান স্থানে স্থানান্তরিত করা হয় এবং ১৯৪০ সালে মশিয়াহাটি বালিকা বিদ্যালয় নামটি পরিবর্তন করে কুলটিয়া বালিকা বিদ্যালয়ে নামকরণ করা হয়। ১৯৪৬ সালে মধ্য ইংরেজী বালিকা বিদ্যালয়, ১৯৫৩ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১৯৪৬ সালে পূর্ণাঙ্গ মাধ্যমিক বালিকা বিদ্যালয় হিসেবে বিদ্যালয়টির আত্নপ্রকাশ ঘটে। বর্তমানে বিদ্যালয়টি ১.০৪ একর জমির উপর ৬ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন, ১ তলা পাকা গৃহ, ২ কক্ষ বিশিষ্ট সেমি পাক বিল্ডিং, সম্মুখে খোলা মাঠ ও ২টি ছোট পুকুর নিয়ে অবস্থান করছে।
কুলটিয়া বালিকা বিদ্যালয়টিকে যথাসাধ্য সাহায্য করে আজকের পর্যায়ে উন্নীত করেন শ্রী উপেন্দ্র নাথ মল্লিক, বিজয় কৃষ্ণধর ও শিক্ষয়িত্রী শ্রীমতি সরলা বালা রায় প্রমুখ।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথা
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউ আমিন শান্ত