
Home যশোর জেলা / Jessore District > মনিরামপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় (১৯৩৫)
এই পৃষ্ঠাটি মোট 96493 বার পড়া হয়েছে
মনিরামপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় (১৯৩৫)
মনিরামপুরের জনৈক শিক্ষানুরাগী মরহুম মোঃ মোকছেদ আলী, আলহাজ্জ্ব মোঃ হাজের আলী গাজী ও ঈশ্বর গিরীন্দ্র নাথ ঘোষ এর সম্মিলিত প্রচেষ্টায় ১৯৩২ সালে ১ জানুয়ারী মনিরামপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যলয়টি প্রতিষ্ঠা লাভ করে। প্রথমে এটি এম, ই, স্কুল (মধ্য ইংরেজী স্কুল) হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এরপর ১৯৫৮ সালে এইচ. ই. স্কুল (উচ্চ ইংরেজী স্কুল) হিসেবে পূর্ব পাকিস্তান শিক্ষা সংসদের অনুমোদন লাভ করে। অতঃপর বিগত ২ ফেব্রুয়ারী ১৯৮৭ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ এর এক ঘোষণা বলে বিদ্যালয়টিকে জাতীয়করণ করা হয়। বর্তমানে বিদ্যালয়টি ৪ একর ৪ শতক জমির উপর ইংরাজী এল আকৃতির বিশ কক্ষ বিশিষ্ট সুরম্য দ্বিতল ভবন নিয়ে অবস্থান করছে। ৪.০৪ একর জমির মধ্যে অধিকাংশ স্থানীয় তালুকদার বাবু সুধীর কুমার চক্রবর্তী ও তাঁর আত্নীয়-স্বজনগণ দান করেন। বিদ্যালয়টির সার্বিক উন্নয়ন কর্মকান্ডে যাঁদের অবদান চির স্মরণীয় তাঁরা হলেন ডাঃ মহিউদ্দীন আহম্মেদ, ডাঃ মোঃ আহাদ আলী খান ও সরদার আহম্মেদ আলী প্রমুখ। বিদ্যালয়টি সরকারী করণের পেছনে প্রাক্তন ধর্ম প্রতিমন্ত্রী মুফতী মাওলানা মোঃ ওয়াক্কাছ ও বর্তমান প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজের অবদান অবিস্মরণীয়।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথা
লেখক : কাজী শওকত শাহী
তথ্য সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
সম্পাদনা :
শামিউ আমিন শান্ত