
Home যশোর জেলা / Jessore District > ঢাকুরিয়া প্রতাপকাটী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় (১৯৩৯)
এই পৃষ্ঠাটি মোট 96553 বার পড়া হয়েছে
ঢাকুরিয়া প্রতাপকাটী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় (১৯৩৯)
Dhakuria Protabkathi High School
Manirampura, Jessore
যশোর জেলার মনিরামপুর উপজেলার ৪নং ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদ ও বাজার সংলগ্ন মুক্তেশ্বরী নদীর তীরে ৩.০৭ জমির উপর ৯ কক্ষ বিশিষ্ট আধাপাকা ভবন ও সম্মুখে সুন্দর একটি ক্রীড়াঙ্গ
ন নিয়ে বিদ্যালয়টির অবস্থান। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রবোধ কুমার মিত্র নিজ এলাকায় কোন বিদ্যালয় না থাকায় ময়মনসিংহের মুক্তাগাছায় অধ্যায়ন করতে যান। সেখানে অপমানজনক পরিস্থিতির সম্মুখীন হয়ে নিজ গ্রামে ফিরে এসে এই অপমানের প্রতিকার স্বরূপ গ্রামে একটি বিদ্যালয় স্থাপনের দৃঢ় সংকল্প গ্রহণ করেন। এই সংকল্প থেকেই জন্ম লাভ করে ঢাকুরিয়া প্রতাপকাটি মাধ্যমিক বিদ্যালয়টি। প্রথম পর্যায়ে বিদ্যালয়টি প্রতাপকাটী গ্রামে স্থাপিত হয়। সে কারণেই বিদ্যালয়টি ঢাকুরিয়া ও প্রতাপকাটি দুইটি গ্রামের নামে নামকরণ করা হয়। ১৯৩৯ সালে বিদ্যালয়টি মধ্য ইংরেজী (এম,ই) স্কুল হিসেবে শুরু হয়ে ১৯৪৩ সালে উচ্চ ইংরেজী স্কুলে (এইচ. ই) উন্নীত হয়
। বিদ্যালয়টি গড়ে তোলার পেছনে যাঁদের অবদান সর্বাগ্রে তাঁরা হলেন মরহুম মোঃ আফতাপ হোসেন সরদার, মরুহুম মোঃ নিজাম আলী সরদার, স্বর্গীয় ভবেশ চন্দ্র গাঙ্গুলী, মোঃ জমির আলী বিশ্বাস, ভোলানাথ মুর্খাজি ও অত্র এলাকার অসংখ্য সুধীজন। প্রথম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন স্বর্গীয় প্রবোধ কুমার মিত্র। বিদ্যালয়টি প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সর্বজন স্বীকৃতি।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথা
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান (বিপুল)
ছবি সংগ্রহ :
শরিফুল ইসলাম
মনিরামপুর প্রতিনিধি
মোবাইল: ০১৯১৯-৩৪৭৫৮৭
সর্বশেষ আপডেট:
জানুয়ারী ২০১২


তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথা
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান (বিপুল)
ছবি সংগ্রহ :
শরিফুল ইসলাম
মনিরামপুর প্রতিনিধি
মোবাইল: ০১৯১৯-৩৪৭৫৮৭
সর্বশেষ আপডেট:
জানুয়ারী ২০১২