
Home যশোর জেলা / Jessore District > ভবানীপুর রামোত্তম মাধ্যমিক বিদ্যালয় (১৯৩৯)
এই পৃষ্ঠাটি মোট 96486 বার পড়া হয়েছে
ভবানীপুর রামোত্তম মাধ্যমিক বিদ্যালয় (১৯৩৯)
ঐহিহ্যবাহী ৯৬ গ্রামের আওতাভুক্ত মনোহরপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত শ্রী নদীর পাশে অত্র বিদ্যালয়টি বৃটিশ রাজত্বকালে মধ্য বাংলা স্কুল হিসাবে সর্বপ্রথম আত্নপ্রকাশ করে। পরবর্তীতে এটি এল, পি, স্কুল-এ রুপান্তরিত হয়। অতঃপর ১৯৩৯ সালে বিদ্যালয়টি এম, ই স্কুল, ১৯৬৩ সালে নিম্ন-মাধ্যমিক স্কুল এবং ১৯৬৯ সালে হাই স্কুল পর্যায়ে উন্নীত হয়। ১৯৩৯ সালে এম, ই স্কুল হিসেবে বিদ্যালয়টির ইটের গাথুনী ও গোলপাতা ছাউনি ঘরে কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়টির উন্নতির জন্য তখন বিশেষ অবদান রাখেন শ্রী মতিলাল বিশ্বাস, ঈশ্বরচন্দ্র মন্ডল, কালিপদ মন্ডল, দেবেন্দ্রনাথ হালদার ও এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ। ভবানীপুর গ্রামের বাসিন্দা মেঃ ফকির চাঁদ বিশ্বাস কর্তৃক প্রতিষ্ঠিত বিদ্যালয়টি বর্তমানে ২.৬২ শতক জমির উপর ৫ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন ও ১টি আধাপাকা কক্ষ নিয়ে অবস্থান করছে। বিদ্যালয়টি অত্র এলাকার একটি পুরাতন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হিসাবে সর্বজন স্বীকৃত।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথা
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল