
Home যশোর জেলা / Jessore District > গোপালপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় (১৯৪০)
এই পৃষ্ঠাটি মোট 96466 বার পড়া হয়েছে
গোপালপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় (১৯৪০)
মনিরামপুর টেকা রোডের পার্শ্বে এক মনোরম পরিবেশে ২.০২ একর উপর ৮ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন ও ৩ কক্ষ বিশিষ্ট একতলা ভবন নিয়ে বিদ্যালয়টি অবস্থিত। গোপালপুর গ্রামের অধিবাসী মৃত মোঃ পরশ উল্লাহ গাজী ১৯৪০ সালে এখানে একটি জুনিয়র মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ১৯৫০ সনে উক্ত মাদ্রাসাটি সরকারী মঞ্জুরীপ্রাপ্ত হয়। ১৯৫১ সাল হতে ১৯৫৭ পর্যন্ত এটি জুনিয়র হাই মাদ্রাসা হিসাবে পরিচালিত হয়। ১৯৫৭ সালে ডাঃ মোঃ আনোয়ার ও মোঃ আঃ সামাদ নামে দু’জন ব্যক্তির প্রচেষ্টায় একটি গণজমায়েত আয়োজন করা হয়। সভায় সর্বসম্মত সিদ্ধান্তে প্রতিষ্ঠানটিকে মাদ্রাসা থেকে জুনিয়র হাইস্কুলে রূপান্তর করার প্রস্তাব গৃহীত হয়। ১৯৬৮ সালে দীর্ঘদিন পর এই বিদ্যালয়টির সার্বিক উন্নতি সাধিত হয় তাদের মধ্যে তৎকালীন ডি, ই, ও খান মজলিসের নাম উল্লেখযোগ্য।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথা
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল