
Home যশোর জেলা / Jessore District > পোড়াডাঙ্গা আর. সি. দ্বি-মুখী উচচ বিদ্যালয় (১৯৪১)
এই পৃষ্ঠাটি মোট 96491 বার পড়া হয়েছে
পোড়াডাঙ্গা আর. সি. দ্বি-মুখী উচচ বিদ্যালয় (১৯৪১)
হিন্দু প্রধান ৯৬ অঞ্চলের ১৫ নং কুলটিয়া ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামে এম, ই স্কুল হিসেবে ১৯৪১ সালে প্রতিষ্ঠানটি আত্নপ্রকাশ করে। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মনিরামপুর উপজেলার পোড়াডাঙ্গা গ্রামের অধিবাসী, একজন আদর্শ শিক্ষক, বিদ্যানুরাগী ব্যক্তি ও সাবেক পূর্ব পাকিস্তান সরকারের প্রাক্তন মন্ত্রী স্বর্গীয় শরৎ চন্দ্র মজুমদার। ১৯৬৯ সালে প্রতিষ্ঠানটি মাধ্যমিক বিদ্যালয় হিসাবে অনুমোদিত হয়। বিদ্যালয়টির নামকরণ এলাকার বিশিষ্ট সমাজসেবী রাইচরণ মজুমদারের এবং উক্ত গ্রামের নাম অনুসারে পোড়াডাঙ্গা আর, সি, বিদ্যালয় রাখা হয়। বর্তমানে বিদ্যালয়টি ১.৭০ একর জমির উপর ৮ কক্ষ বিশিষ্ট সেমি পাকা ভবন নিয়ে অবস্থান করছে। প্রথম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন অতীন্দ্রনাথ কর। বিদ্যালয়টি প্রতিষ্ঠার সময় শরৎ চন্দ্র মজুমদারের সহযোগী ছিলেন মরহুম মোঃ ইউছুপ আলী মোড়ল, মরহুম মোঃ বছির উদ্দিন গাজী, মোঃ শহর আলী ফকির, গয়ারাম মন্ডল, রতিকান্ত দফাদার, সুধারাম মন্ডল, মোঃ জাফর আলী মোড়ল, ফেলুরাম মন্ডল ও দরশন দফাদার প্রমুখ ব্যক্তিবর্গ।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথা
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল