
Home যশোর জেলা / Jessore District > পাঁচবাড়ীয়া পাঁচকাটিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় (১৯৪৬)
এই পৃষ্ঠাটি মোট 96442 বার পড়া হয়েছে
পাঁচবাড়ীয়া পাঁচকাটিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় (১৯৪৬)
বিদ্যালয়টি হিন্দু অধ্যুষিত ৯৬ গ্রামের উত্তরাংশে ১৯৪৬ সালে এম. ই. বিদ্যালয় হিসেবে আত্নপ্রকাশ করে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পূর্বে এতদঞ্চলের জনসাধারণ শিক্ষার অভাব দারুণভাবে অনুভব করছিল। শিক্ষার আলোকে আলোকিত হবার উগ্র বাসনায় এবং এলাকাবাসির ঐকান্তিক প্রচেষ্টায় মাত্র এক বৎসরের মধ্যেই ১৯৪৭ সালে ১ জানুয়ারীতে এইচ. ই. স্কুল (উচ্চ ইংরেজী স্কুল) হিসেবে বিদ্যালয়টি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন লাভ করে। প্রতিষ্ঠাতা প্রয়াত সুধন্য কুমার বিশ্বাস এর সাথে যারা সক্রিয় সহযোগিতা করেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন প্রয়াত অবিনাশ চন্দ্র বিশ্বাস, ভোলানাথ বিশ্বাস, সিংহরাম মল্লিক, শরৎ চন্দ্র মল্লিক, যদুবর বিশ্বাস প্রমুখ। বিদ্যালয়টি বর্তমানে ১ একর ৬৭ শতক জমির উপর ১৩ কক্ষ বিশিষ্ট দুই তলা ভবন নিয়ে অবস্থিত। প্রথম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন সুভাষ চন্দ্র বিশ্বাস।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথা
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল