
Home যশোর জেলা / Jessore District > কুয়াদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় (১৯৬১)
এই পৃষ্ঠাটি মোট 96421 বার পড়া হয়েছে
কুয়াদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় (১৯৬১)
কুয়াদা বাজারের সন্নিকটে যশোর পাটকেল ঘাটা সড়ক সংলগ্ন এক প্রাকৃতিক মনোরম পরিবেশে ৩.৩০ একর জমির উপর একটি দুই কক্ষ বিশিষ্ট পাকা দালান, একটি পাঁচ কক্ষ বিশিষ্ট টিন সেড ও দুইটি পাকা কক্ষ নিয়ে কুয়াদা বিদ্যালয়টি অবস্থিত। এলাকাবাসীর মধ্যে শিক্ষার আলো জ্বেলে দেবার লক্ষ্যে বিশিষ্ট সমাজ সেবী ও বিদ্যানুরাগী ব্যক্তি মরহুম মোঃ হাতেম আলী মোড়ল ১৯৬১ সালে নিন্ম মাধ্যমিক বিদ্যালয় হিসেবে বিদ্যালয়টির শুভ সূচনা করেন। প্রথম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সিরাজুল ইসলাম। বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্নে তাঁকে ব্যাপকভাবে সাহায্য করেন এলাকার বিদ্যানুরাগী জনসাধারণ। বিদ্যালয়টি ১৯৬৬ সালে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয় এবং এই অঞ্চলে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথা
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল