
Home যশোর জেলা / Jessore District > বালিদহ পাঁচকড়ি বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় (১৯৬২)
এই পৃষ্ঠাটি মোট 96510 বার পড়া হয়েছে
বালিদহ পাঁচকড়ি বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় (১৯৬২)
মনিরামপুর উপজেলার ১৬ নং নেহালপুর ইউনিয়নের পূর্ব দিগন্তে টেকানদী এবং পশ্চিম প্রান্তে পাঁচকড়ি ও বালিদহ নামে দুটি গ্রাম রয়েছে। এই গ্রাম দুটিকে কেন্দ্র করেই বিদ্যালয়টি গড়ে উঠেছে। ১৯৬২ সালে বিদ্যালয়টি নিন্মমাধ্যমিক এবং ১৯৬৮ সালে মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়। প্রথম পর্যায়ে বিদ্যালয়টির শ্রেণী কার্যক্রম শুরু হয় অল্প সংখ্যক ছাত্র/ছাত্রী নিয়ে একটি গোলপাতার পাকা ঘরে। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা কালিপদ কর্মকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পোস্ট মাস্টার ছিলেন। নিজ এলাকায় শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তাঁর বিরাট ভূমিকা রয়েছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁকে যাঁরা ব্যাপকভাবে সহায়তা করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য অধ্যাপক মরহুম মোঃ আব্দুল ওয়াহেদুদ বিশ্বাস, মহম্মদ আকবর আলী গাজী, স্বর্গীয় অক্ষয় কুমার মন্ডল, মহম্মদ জুহুরুল গাজী, মোঃ আবদুল কাদের মোল্লা, একান আলী মোল্লা, সমরেন্দ্র নাথ মন্ডল, নুর মোহাম্মদ গাজী ও অত্র এলাকার বিদোৎসাহী ব্যক্তিবর্গ। দুইটি গ্রামের নামকে সংযুক্তি করে বিদ্যালয়টির নামকরণ করা হয় বালিদাহ পাঁচাকড়ি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি বর্তমানে ৩ একর ৩২ শতক জমির উপর দুই কক্ষ বিশিষ্ট পাকা বিজ্ঞানাগারসহ বেশ কয়েকটি শ্রেণী কক্ষ নিয়ে অবস্থিত। প্রথম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আকবর আলী গাজী (বি. এ)।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথা
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল