
Home যশোর জেলা / Jessore District > মনিরামপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৬৫)
এই পৃষ্ঠাটি মোট 96472 বার পড়া হয়েছে
মনিরামপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৬৫)
মনিরামপুর উপজেলার প্রাণ কেন্দ্রে যশোর চুকনগর সড়কের পশ্চিম পার্শ্বে মোহনপুর গ্রামের এক প্রাকৃতিক পরিবেশে ২.৩১ একর জমির উপর ৬ কক্ষ বিশিষ্ট একতলা পাকা ভবন, আটকক্ষ বিশিষ্ট সেমি পাকা ভবন ও চারিদিকে পাকা প্রাচীর বেষ্টিত বিদ্যালয়টি অবস্থিত। মনিরামপুরের তৎকালীন সরকারী কর্মকর্তা ও এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের প্রচেষ্টায় ১৯৬৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রথম পর্যায়ে জি, টি (গুরু ট্রেনিং) স্কুলের পরিত্যক্ত গৃহে নিন্ম মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এর শ্রেণী কার্যক্রম শুরু হয়। এই সময় বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে যাঁরা বিশেষ অবদান রাখেন তাদের মধ্যে উল্লেখযোগ্য তৎকালীন সার্কেল অফিসার মোঃ মোশাররফ হোসেন, তৎকালীন থানার শিক্ষা অফিসার মোঃ নবিরুজ্জামান ও অত্র এলাকার মরহুম মোঃ মোসলেম উদ্দিন, মরহুম মোঃ মহিউদ্দীন, স্বর্গীয় গৌরদাস গোষ, জালাল উদ্দিন আহম্মদ, ডাক্তার মোঃ কেরামত আলী সরদার ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিদ্যালয়টি ১৯৭২ সালে যশোর শিক্ষাবোর্ড কর্তৃক মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। ১৯৭২ সালে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। ১৯৮৭ সালে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের এক ঘোষণা বলে বিদ্যালয়টিকে সরকারীকরণ করা হয়। প্রথম প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্বপালন করেন নুরজাহান বেগম। বিদ্যালয়টি নারী শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে মনিরামপুর উপজেলায় এক অগ্রণী ভূমিকা রেখে চলেছে।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথা
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউ আমিন শান্ত