
Home যশোর জেলা / Jessore District > চন্ডীপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৬)
এই পৃষ্ঠাটি মোট 96438 বার পড়া হয়েছে
চন্ডীপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৬)
মনিরামপুর রাজগঞ্জ সড়কের উত্তর পার্শ্বে চন্ডীপুর পল্লীর বিস্তীর্ণ খোলা মাঠের মধ্যস্থলে এক আর্কষণীয় পরিবেশে ৯৯ একর জমি উপর ৬ কক্ষ বিশিষ্ট একতলা ভবন এবং দুই কক্ষ বিশিষ্ট টালির ছাউনীর পাক দেওয়াল নিয়ে বিদ্যালয়টি অবস্থিত। ১৯৬৬ সালে গোলপাতার কাঁচা ঘরে নিন্ম মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এর যাত্রা শুরু হয়। ১৯৭২ সালে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টি প্রতিষ্ঠা ক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখেন তাদের মধ্যে উল্লেখযোগ্য মোঃ জাহাবক্স সরদার, মোঃ আফাজ আলী, মরহুম মোঃ এনায়েত উল্লা মোড়ল, মোঃ আবদুস সোবহান খান, মুন্সী মোঃ কাজেম আলী মোড়ল প্রমুখ। প্রথম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আবদুল মান্নান (বি. এ)। বিদ্যালয়টি এই এলাকার একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সর্বজন স্বীকৃত।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথা
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউ আমিন শান্ত