
Home যশোর জেলা / Jessore District > বালিয়াডাঙ্গা খানপুর মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৭)
এই পৃষ্ঠাটি মোট 96477 বার পড়া হয়েছে
বালিয়াডাঙ্গা খানপুর মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৭)
এই অঞ্চলে শিক্ষার আলো বিস্তারের লক্ষ্যে পার্শ্ববতী দুটি গ্রামকে কেন্দ্র করে বিদ্যালয়টি গড়ে ওঠে। দুইটি গ্রামের নামানুসারে বিদ্যালয়টির নামকরণ করা হয় বালিয়াডাঙ্গা খানপুর মাধ্যমিক বিদ্যালয়। ১৯৬৭ সালে বিদ্যালয়টি নিন্মমাধ্যমিক বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে এবং ১৪/১১/৮৯ ইং তারিখে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টি প্রতিষ্ঠায় সবচেয়ে বড় ভূমিকা রাখেন কবিরাজ মোঃ আবদুল কাদের খান। তিনি ছিলেন একজন “কবিরাজ রত্ন” উপাধি ধারী কবিরাজ, বিদ্যোৎসাহী ব্যাক্তি, সমাজসেবী ও সুদীর্ঘকাল ব্যাপী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। শুরু থেকে বর্তমান পর্যায়ে বিদ্যালয়টির সার্বিক উন্নয়নে যাঁদের অবদান অনস্বীকার্য তারা হলেন মোঃ আব্দুল আজিজ মোড়ল, মোঃ ইউসুফ মোড়ল, মোঃ আবু বক্কার খান ও মোঃ আব্দুর রাজ্জাক গাজী এবং পরবর্তীতে প্রতিষ্ঠানটির শিক্ষক মোঃ আঃ মান্নান ও মোঃ আঃ সাত্তার গাজী প্রমুখ। প্রথম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনিরামপুর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ শের আলী (এম. এ)। বিদ্যালয়টি বর্তমানে ১ একর ৭৪ শতক জমির উপর ৮ কক্ষ বিশিষ্ট সেমি পাকা টিনসেড ভবন নিয়ে অবস্থান করছে।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথা
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউ আমিন শান্ত