
Home যশোর জেলা / Jessore District > মধুপুর বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৭)
এই পৃষ্ঠাটি মোট 96475 বার পড়া হয়েছে
মধুপুর বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৭)
মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের মধুপুর গ্রামে ১ একর ৫১ শতক জমির উপর ৬ কক্ষ বিশিষ্ট টালি সেড নিয়ে বিদ্যালয়টি অবস্থিত। ১৯৬৭ সালে এলাকার নিরক্ষর জনগণের মাঝে জ্ঞানের আলো জ্বেলে লক্ষ্যে দেওয়ার লক্ষ্যে ডাঃ মহম্মদ শওকত আলীর প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যাপকভাবে সাহায্য করেন মোঃ আবদুল বারী গাজী, মোংগল কারাল, নুর আলী মোড়ল, আজিজ মুন্সি, যতীন্দ্র নাথ সরকার, মৃত মনীন্দ্র নাথ সরদার প্রমুখ। প্রথম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাবু রুদ্র নাথ। ১৯৮৪ সালে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসাবে যশোর শিক্ষাবোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে। দুইটি গ্রামের জনসাধারণের প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় বলে দুটি গ্রামের নামের সমন্বয়ে বিদ্যালয়টির নামকরণ করা হয় “মধুপুর- বাহাদুরপুর, মাধ্যমিক বিদ্যালয়।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথা
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউ আমিন শান্ত