
Home যশোর জেলা / Jessore District > হোগলডাংগা কাজির গ্রাম কোড়ামারা মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৭)
এই পৃষ্ঠাটি মোট 96452 বার পড়া হয়েছে
হোগলডাংগা কাজির গ্রাম কোড়ামারা মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৭)
বিদ্যালয়টি ৫ নং হরিদাসকাটি ইউনিয়নের প্রাণকেন্দ্রে ২ একর ৩৫ শতক জমির উপর ৬ কক্ষ বিশিষ্ট পাকা দেওয়াল ও টালীর ছাউনী নিয়ে অবস্থিত। এলাকায় সমাজসেবক হিসেবে খ্যাত মোঃ সাখাওয়াৎ হোসেন ও বাবু সীতাকান্ত সরকার এর প্রচেষ্টায় ১৯৬৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টির জন্ম প্রথমে কাচা ঘরে। ১৯৭২ সালে বিদ্যালয়টি নিন্ম মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি পায় এবং ৮৪ সালের ১০ জুন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে অনুমোদন লাভ করে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পেছনে অন্যান্য যারা অবদান রেখেছেন মরহুম মোঃ আর্শেদ আলী গাজী, মরুহুম মোঃ বজলুর গাজী, মোঃ তফেল দফাদার ও মোঃ ধোনাই গাজী। তিনটি গ্রামের নামের সমন্বয়ে বিদ্যালয়টির নামকরণ করা হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পরবর্তী পর্যায়ে সার্বিক উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রাখেন সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথা
লেখক ঃ কাজী শওকত শাহী
তথ্য সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
ওয়েব সম্পাদনা :
শামিউ আমিন শান্ত
আপডেট:
মুকুল তরফদার