
Home যশোর জেলা / Jessore District > নাগোরঘোপ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় (১৯৭০)
এই পৃষ্ঠাটি মোট 96477 বার পড়া হয়েছে
নাগোরঘোপ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় (১৯৭০)
মনিরামপুরের এক পল্লী নাগোরঘোপ। এখানে ১.৩১ একর জমির উপর ১০ কক্ষ বিশিষ্ট টিন সেড, ২ কক্ষ বিশিষ্ট পাকা বিল্ডিং ও সামনে উন্মুক্ত খেলার মাঠ নিয়ে বিদ্যালয়টি অবস্থিত। এই পল্লীর আদরে লালিত নাগোরঘোপ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৭০ সালে নিন্ম মাধ্যমিক বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা লাভ করে এবং ১৯৭৪ সালে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হিসাবে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি পায়। বিদ্যালয়টির প্রয়োজনীয় জমি দান করেন চিনাটোলা গ্রাম নিবাসী মোঃ ছবেদ আলী মোল্যা। প্রথম পর্যায়ে বিদ্যালয়টি কাঁচা ঘরে আত্নপ্রকাশ করলেও বর্তমানে বিদ্যালয়টি সেমি পাকা বিল্ডিং।
বিদ্যালয়টির প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকের এই অবস্থায় উন্নীত করার পেছনে যাদের অবদান চির স্মরণীয়, তারা হলেন, মরহুম মোঃ করিম মোড়ল, ডাঃ কৃষ্ণপদ পাল, মোঃ সিরাজুল ইসলাম, শ্রী বিমল কুমার, গোপাল চন্দ্র বিট, প্রমুখ ব্যক্তিবর্গ ও স্থানীয় অধিবাসী।
বিদ্যালয়টি বন্যা উপদ্রুত এলাকায় হওয়ায় প্রতি বৎসরই ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথা
লেখক ঃ কাজী শওকত শাহী
তথ্য সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
ওয়েব সম্পাদনা:
শামিউ আমিন শান্ত
আপডেট:
মুকুল তরফদার