
Home যশোর জেলা / Jessore District > খামারবাড়ী মাধ্যমিক বিদ্যালয় (১৯৭০)
এই পৃষ্ঠাটি মোট 96396 বার পড়া হয়েছে
খামারবাড়ী মাধ্যমিক বিদ্যালয় (১৯৭০)
হরিহর নদীর তীরে পরিত্যক্ত হিন্দু জমিদারদের খামার বাড়ীতে বহু পূর্বে একটি নিন্ম প্রাইমারী (এল, পি) স্কুল ছিল। পরবর্তীকালে এখানে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। ১৯৭০ সালে প্রতিষ্ঠাতা মোঃ আঃ সাত্তার মোড়ল, মনিরামপুর কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ শামসুর রহমান, মোঃ মধুই বিশ্বাস এবং এলাকার অধিবাসীদের সহযোগিতায় একটি নিন্ম মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত হয়। বিদ্যালয়টি ১৯৮৫ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত হয়। বিদ্যালয়টির সর্ব প্রকার সাহায্যে সহযোগিতা প্রদানে স্থানীয় জন-সাধারণ অকৃপণভাবে তাদের সাহায্যের হাত প্রসারিত করেছেন। বর্তমানে বিদ্যালয়টি ২.১৯ একর জমির উপর ৬ কক্ষ বিশিষ্ট আধা পাকা দালান নিয়ে অবস্থিত। প্রথম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আঃ রাজ্জাক।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথা
লেখক ঃ কাজী শওকত শাহী
তথ্য সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
ওয়েব সম্পাদনা:
শামিউ আমিন শান্ত
আপডেট:
মুকুল তরফদার