
Home যশোর জেলা / Jessore District > কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয় (১৯৭০)
এই পৃষ্ঠাটি মোট 96512 বার পড়া হয়েছে
কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয় (১৯৭০)
Kuada Girls High School
Manirampur, Jessore
Manirampur, Jessore
যশোর পাটকলের ঘাটা সড়ক সংলগ্ন, কুয়াদা বাজারের নিকটবর্তী এলাকায় বিদ্যালয়টি অবস্থিত। পল্লীর ঘরে ঘরে নারী সমাজের মধ্যে শিক্ষার
আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে যশোর সিটি কলেজের ভূগোল বিভাগের প্রাক্তন অধ্যাপক মোঃ ফজলুর রহমান ১৯৭০ সালে কুয়াদা বাজারের উত্তর পার্শ্বে টালীর ছাউনীর ঘরে নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয় হিসাবে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ১৯৭৩ সালে বিদ্যালয়টি বর্তমান স্থানে (নিজস্ব জমিতে) স্থানান্তরিত করা হয় এবং ১৯৭৪ সালে মাধ্যমিক বিদ্যালয়ে ও উন্নীত হয়। বর্তমানে বিদ্যালয়টি ২.৫৫ একর জমি উপর ৮ কক্ষ বিশিষ্ট সেমি পাকা ও ২ কক্ষ বিশিষ্ট পাকা ভবনসহ প্রাচীর বেষ্টিত বিরাট গেট নিয়ে অবস্থিত। প্রথম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মো: মনোয়ার হোসেন। বিদ্যালয়টি গড়ে তোলার পেছনে যাদের অবদান অপরিসীম তাদের মধ্যে উল্লেখযোগ্য মোঃ বাবর আলী মোল্যা, মোঃ শওকত আলী, শ্রী কালীপদ ঘোষ ও এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ।

১৯৮৩ সালে বিদ্যালয়টিতে রাষ্ট্রপতি হুসাইণ মুহম্মদ এরশাদের আগমন ঘটায় বিদ্যালয়টি ব্যাপক আর্থিক সহযোগিতা লাভ করে।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথা
লেখক : কাজী শওকত শাহী

সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
ছবি সংগ্রহ :
শরিফুল ইসলাম
০১৯১৯-৩৪৭৫৮৭


১৯৮৩ সালে বিদ্যালয়টিতে রাষ্ট্রপতি হুসাইণ মুহম্মদ এরশাদের আগমন ঘটায় বিদ্যালয়টি ব্যাপক আর্থিক সহযোগিতা লাভ করে।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথা
লেখক : কাজী শওকত শাহী

সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
ছবি সংগ্রহ :
শরিফুল ইসলাম
০১৯১৯-৩৪৭৫৮৭