
Home যশোর জেলা / Jessore District > ছিলুমপুর মাধ্যমিক বিদ্যালয় (১৯৭৩)
এই পৃষ্ঠাটি মোট 96457 বার পড়া হয়েছে
ছিলুমপুর মাধ্যমিক বিদ্যালয় (১৯৭৩)
অত্র অঞ্চলের লোকজন দীর্ঘদিন পূর্বে গাছ তলায় বসে ছিলুম (হুক্কা) খেতে খেতে একটি সাপ্তাহিক বাজার স্থাপনের সিদ্ধান্ত নেন এবং বাজারটির নামকরণ করা হয় ছিলুমপুর বাজার। সেহেতু বাজার সংলগ্ন বিদ্যালয়টির নামকরণও করা হয় ছিলুমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। মনিরামপুর উপজেলার ১৩ নং খানপুর ইউনিয়নের নারী শিক্ষার একমাত্র অবলম্বন এই ছিলুমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখেন সৈয়তদ আহম্মদ আলী। ১/১/১৯৭৩ সালে সর্বপ্রথম, প্রথম শ্রেণী হতে অষ্টম শ্রেণী পর্যন্ত অর্থাৎ নিন্মমাধ্যমিক বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং ১/১/১৯৮৬ সাল হতে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে অনুমোদিত হয়। বর্তমানে বিদ্যালয়টি ১.৭৬ একর জমির উপর ৮ কক্ষ বিশিষ্ট একটি আধাপাকা ঘর আছে এবং ১৮.১৬ বিশিষ্ট ২টি কক্ষ নিয়ে অবস্থিত। বিদ্যালয়টি প্রতিষ্ঠা থেকে বর্তমান অবস্থায় পৌঁছতে যাদের সার্বিক অবদান অনস্বীকার্য তাদের মধ্যে সৈয়দ মোঃ আকতার হোসেন, মোঃ মেহের গাজী, সৈয়দ রোস্তাম আলী, মোঃ নিছার আলী সরদার ও মোঃ রফিকুল ইসলাম উল্লেখযোগ্য।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথা
লেখক ঃ কাজী শওকত শাহী
তথ্য সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
ওয়েব সম্পাদনা:
শামিউ আমিন শান্ত
আপডেট:
মুকুল তরফদার