
Home যশোর জেলা / Jessore District > বিদ্যানন্দকাটী রাসবিহারী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়
এই পৃষ্ঠাটি মোট 96488 বার পড়া হয়েছে
বিদ্যানন্দকাটী রাসবিহারী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়
কেশবপুর উপজেলার মির্জাপুর গ্রামের গোলাঘাটা নামক স্থানে বুড়ীভদ্রা নদীর তীরে এবং পীর খানজাহান আলীর কয়েকটি দীঘির সন্নিকটে এক মনোরম পল্লী পরিবেশে প্রায় ৪ একর জমির উপর একতলা পাকা ভবন নিয়ে বিদ্যালয়টি অবস্থিত। বিংশ শতাব্দীর উষা লগ্নে এই এলাকার জমিদার কর্তৃক প্রতিষ্ঠিত কয়েকটি মধ্য ইংরাজী স্কুলকে উচ্চ ইংরাজী বিদ্যালয় হিসাবে একত্রিত করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন তৎকালীন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও অত্র গ্রামের অধিবাসী রাসবিহারী বসুর পুত্রগণ। বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন আঞ্চলিক জমিদারগণ। বিশেষ করে বিদ্যানন্দকাটী গ্রামের স্বনামধন্য জমিদার চারুচন্দ্র ঘোষ (সি. সি. ঘোষ) ও বিদ্যালয়টি অনুমোদনের ক্ষেত্রে সহযোগিতা করেন তৎকালীন কোলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বর্গীয় আসুতোষ মুখোপাধ্যায়। ১৯০২ সালে বিদ্যালয়টি কোলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থায়ীভাবে অনুমোদন লাভ করে। বিদ্যালয়টি বিদ্যানন্দকাটী গ্রামের কৃতি সন্তান রাসবিহারী স্মৃতি রক্ষার্থে তাঁরই নামে “বিদ্যানন্দনকাটী রাসবিহারী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়” নামকরণ করা হয়। বিদ্যালয়টি কেশবপুর উপজেলার একটি পুরাতন গৌরবময় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর।
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল