
Home যশোর জেলা / Jessore District > সুফলাকাটি মাধ্যমিক বিদ্যালয়
এই পৃষ্ঠাটি মোট 96513 বার পড়া হয়েছে
সুফলাকাটি মাধ্যমিক বিদ্যালয়
মধু কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি কেশবপুর উপজেলার সুফলাকাটি মাধ্যমিক বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। কেশবপুরের এক পল্লীর নাম সুফলাকাটি। অনেক দিন আগের কথা রায়বাহাদুর এলেন সুফলাকাটিতে বারুজীবী সম্প্রদায়ের সম্মেলনে যোগ দিতে। সম্মেলনে বিদ্যালয়ের কথা আলোচনা হলো। কেন না তখন স্থানীয় ছেলেদের প্রাথমিক শিক্ষা শেষ করে উচ্চ শিক্ষা নিতে যেতে হত পাঁজিয়া হাইস্কুলে অথবা অন্য কোথাও বহুদূরে। রায়বাহাদুর অভয় দিলেন তাঁকে পাঁচ হাজার টাকা যোগাঢ় করে দিলে তিনি বিদ্যালয় তৈরী করে দেবেন। রায়বাহাদুরের সংগে এগিয়ে এলেন ঈশ্বর কেদারনাথ আশ, মাদার চন্দ্র আশ, শ্যামা চরন আশ, কেদারনাথ কুন্ডুসহ এমনি আরও কিছু মহৎ প্রাণ বিদ্যোৎসাহী ব্যক্তি। এদের মধ্যে জমি দান করলেন ঈশ্বর ললিত মোহন আশ ও বাদল চন্দ্র আশ। সাধারণত যে সময়ে পল্লীর কোন বিদ্যালয় প্রথমে শুরু হতো কাঁচা ঘরে, কিন্তু সেই সময় সুফলাকাটি বিদ্যালয় স্থানীয় জনসাধারণের ত্যাগ তিতীক্ষা ও রায়বাহাদুর যদুনাথ মজুমদার এর প্রচেষ্টায় বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় পাকা গৃহে। বর্তমানে বিদ্যালয়টি ৩ একর ৮৬ শতক জমির উপর তের কক্ষ বিশিষ্ট একতলা ভবন নিয়ে অবস্থিত।
কিন্তু ১৯৪৭ সালে দেশ বিভাগের কারণে কিছু সংখ্যাক প্রতিষ্ঠিত হিন্দু ভারতে চলে যাওয়ায় বিদ্যালয়টির করুণ অবস্থা দেখা দেয়। এই সংকটকালে সুফলাকাটী বিদ্যালয়ের হাল ধরেন মাস্টার মরহুম মোঃ আমির আলী, শেখ মোঃ এরশাদ আলী ও ডাঃ অনন্ত কুমার পাল। এঁদের ত্যাগে বিদ্যালয়টি আবার স্বগৌরব ফিরে পায়।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর।
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল