
Home যশোর জেলা / Jessore District > সাতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় (১৯৫১)
এই পৃষ্ঠাটি মোট 96466 বার পড়া হয়েছে
সাতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় (১৯৫১)
কেশবপুর উপজেলার ত্রিমোহীনি ইউনিয়নের সাত বাড়িয়া বাজারে ১৯৫১ সালে হিন্দু মুসলমানদের সম্মিলিত প্রচেষ্টায় এম, ই (মধ্য ইংরেজী) স্কুল হিসাবে এই প্রতিষ্ঠানটির সূচনা হয়। ১৯৫৮ সালে নিন্ম মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে এবং মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয় ১৯৬৯ সালে। বিদ্যালয়ের প্রথম পাঠদান শুরু হয়েছিল খড় ও গোলপাতার কাঁচা ঘরে। প্রতিষ্ঠালগ্নে মরহুম মোঃ আব্দুল করিম সোফী মোন্সী, জ্ঞানেন্দ্র নাথ, পূর্ণ চন্দ্র হালদার এবং পরবর্তী পর্যায়ে অ্যাডভোকেট মোঃ আবদুল কাদের, (যশোরের সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান) বাবু সন্তোষ দে, পুলিন বিহারী দাশ সহ আরও অনেকের অবদান আছে। বিদ্যালয়টি বর্তমানে ১ একর ৭০ শতক জমির উপর টালী ও টিন সেডের তৈরী পাকা দেওয়ালের মোট ৮টি কক্ষ নিয়ে অবস্থিত। এই ত্রিমোহিনী ইউনিয়নেই মির্জানগর নবাব বাড়ীর ধ্বংসাবশেষ এখনও বিদ্যমান। এখান থেকে পাওয়া কামানের অংশবিশেষ যশোরের যশোর-নড়াইল রোডের সংযোগ স্থলে ঐতিহাসিক পুরাকীর্তি হিসাবে অবস্থান করছে।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর।
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল