
Home যশোর জেলা / Jessore District > কাটাখালী মাধ্যমিক বিদ্যালয় (১৯২১)
এই পৃষ্ঠাটি মোট 96457 বার পড়া হয়েছে
কাটাখালী মাধ্যমিক বিদ্যালয় (১৯২১)
বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯২১ খৃষ্টাব্দে। প্রতিষ্ঠাতা কেশবপুরের আড়োয়া গ্রামের বাসিন্দা মোঃ মোবারক মোড়ল। প্রথমে এটি কাটাখালী বাজারের বাঁশের খুটির কাঁচা ঘরে শুরু হয়। পরিবেশগত কারণে এবং সুপ্রচেষ্ঠার অভাবে দীর্ঘদিন এটা মধ্য ইংরাজী স্কুল হিসাবে চলতে থাকে। পরবর্তী পর্যায়ে নিম্ন মাধ্যমিক এবং প্রায় অর্ধ শতাব্দী পর ১৯৭৬ সালে ইহা মাধ্যমিক পর্যায়ে স্বীকৃতি লাভ করে। স্থান সংকুলান না হওয়াতে এলাকার সমাজসেবীদের সম্মিলিত সিদ্ধান্তে ইহা কালীচরনপুর গ্রামের মধ্যখানে স্থানান্তরিত হয়। প্রথম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মোবারক মোড়ল। বিদ্যালয়টি বর্তমানে ২.২৪ একর জমির উপর ৩টি পাকা ঘর ও ২ কক্ষ বিশিষ্ট আধা পাকা বিল্ডিং নিয়ে অবস্থিত।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর।
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল