
Home যশোর জেলা / Jessore District > কেশবপুর পাইলট স্কুল
এই পৃষ্ঠাটি মোট 96387 বার পড়া হয়েছে
কেশবপুর পাইলট স্কুল
ঊনবিংশ শতাব্দীর শেষ দশকে কেশবপুরে শিক্ষার আলো জ্বেলে দেবার লক্ষ্যে এম, ই স্কুল হিসাবে একমাত্র এই প্রতিষ্ঠানটির আত্নপ্রকাশ ঘটে। পরবর্তীতে ১৯৪২ সালে ২ জানুয়ারী থেকে মোঃ কিনু বিশ্বাস, ডাঃ ধীরেন্দ্র নাথ সাহা, মহেন্দ্রনাথ সেন ও তৎকালীন শিক্ষকদের প্রচেষ্টায় উচ্চ ইংরেজী (এইচ,ই) স্কুলে উন্নীত হয়। কোলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন স্কুলে পরিদর্শক মোঃ আবদুস সামাদ স্কুলটি পরিদর্শন করেন এবং ইং ১/১/৪৬ সালে বিদ্যালয়টি কোলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রথম স্বীকৃতি লাভ করে। ১৯৫৮ সালে আলহাজ্ব মোঃ লস্কর মোড়ল স্কুলটির জন্য কয়েক বিঘা জমি দান করেন। ১৯৬০ সালে এই স্কুলটি কেশবপুর বাজারের পূর্বদিকে বর্তমান অবস্থানে সুরম্য ভবনে স্থানান্তরিত হয়। পূর্বের সমস্ত সহায় সম্পত্তি কেশবপুর গার্লস স্কুলকে দান করে দেওয়া হয়। বিদ্যালয়টি বর্তমানে ৬ একর ১১ শতক জমির উপর ২৬ কক্ষ বিশিষ্ট একটি সুরম্য দোতলা ভবন নিয়ে অবস্থান করছে। বিদ্যালয়টি যশোর জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর।
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল