
Home যশোর জেলা / Jessore District > নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয় (১৯৪২)
এই পৃষ্ঠাটি মোট 96438 বার পড়া হয়েছে
নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয় (১৯৪২)
১৯৪২ সালে স্থানীয় সমাজসেবী ও বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের সহযোগিতায় মরহুম মোঃ আনিছুর রহমানের সঠিক পদক্ষেপে এই প্রতিষ্ঠানটি প্রথমে মধ্যে ইংরাজী (এম. ই), বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়। ১৯৫২ সালে এটি জুনিয়ার মাদ্রাসায় রূপান্তরিত হয় এবং ১৯৬৬ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে রূপ লাভ করে। অতঃপর আঞ্চলিক শিক্ষার প্রয়োজনে বিদ্যালয়টি ১৯৬৮ সালে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয় এবং ১৯৭০ সালে প্রথম এই বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী এস, এস, সি পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রথম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ ইয়াছিন খন্দকার। বিদ্যালয়টি বর্তমানে ১.৫০ একর জমির উপর ৪ কক্ষ বিশিষ্ট ১টি পাকা ভবন, ৫ কক্ষ বিশিষ্ট ১টি পাকা দেওয়ালের টিনের ছাউনি। ২ কক্ষ বিশিষ্ট টালীর ছাউনি ও পাকা দেওয়ালের ১ টি ঘর নিয়ে বিদ্যালয়টি অবস্থান করছে।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর।
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল