
Home যশোর জেলা / Jessore District > সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশন (১৯৪৪)
এই পৃষ্ঠাটি মোট 96449 বার পড়া হয়েছে
সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশন (১৯৪৪)
অমিত্রাক্ষর ছন্দের প্রতিষ্ঠাতা বাংলা সাহিত্যের গৌরব যশোরের কৃতি সন্তান মাইকেল মধুসূদন দত্তের পৌত্রিক বাড়ী সংলগ্ন কপোতাক্ষ নদের তীরে বিদ্যালয়টি অবস্থিত। ১৯৪৪ সালে তারই বংশজ যতীন্দ্র মোহন দত্ত মধ্য ইংরেজী (এম. ই) স্কুল হিসাবে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তখন থেকেই প্রায়ই সরকারী সাহায্যে এ স্কুলটি পরিচালিত হয়ে আসছে। পরবর্তী সময়ে কাজী মোঃ হাবিবুস সালাম, মোঃ আবদুল আজিজের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৬৪ সালে বিদালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসাবে যশোর শিক্ষা বোর্ডের অনুমোদন লাভ করে। যশোরের তৎকালীন জেলা প্রশাসক মহীউদ্দিন খাঁন আলমগীরের প্রচেষ্টায় এ. ডি-বি (এশিয়া উন্নয়ন ব্যাংক) এর সহযোগিতায় প্রায় কোটি টাকা ব্যয়ে এখানে একটি অতি আধুনিক বিদ্যালয় গড়ে তোলার প্রায় সকল কাজ শেষ হয়। কাজ শেষে এটা দেশের একটি অতি উন্নত মানের বিদ্যালয়ে পরিণত হয়। বিদ্যালয়টি বর্তমানে ৮.১৪ একর জমির উপর ৬ কক্ষ বিশিষ্ট একতলা ভবন, ২টি টিনের ঘর, ছাত্রাবাস, মসজিদ, শিক্ষাকাবাসসহ আরও বেশ কয়েক ভবন নিয়ে বিদ্যালয়টি অবস্থান করছে। বিদ্যালয়টি কবি মাইকেল মধুসূদন দত্তের নামের সাথে তাঁর জন্ম ভূমির নাম সংযুক্ত করে নামকরণ করা হয়। “সাগরদাঁড়ী মাইকেল মধূসূদন ইনস্টিটিউশন”।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর।
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল