
Home যশোর জেলা / Jessore District > বেগমপুর উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৬০)
এই পৃষ্ঠাটি মোট 96439 বার পড়া হয়েছে
বেগমপুর উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৬০)
এলাকার সাধারণ জনগণ ও মোঃ আলী হোসেন গাজীর অক্লান্ত পরিশ্রমে ২০/৭/৬০ সালে বিদ্যালয়টি “বেগমপুর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়” হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। অতপর ১/১/১৯৬৭ সালে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসাবে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে। বর্তমানে বিদ্যালয়টি বিজ্ঞান প্রকল্প ভুক্ত এবং পর্যাপ্ত সংখ্যক ছাত্র/ছাত্রী লেখাপড়া করছে এখানে। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ আব্দুল লতিফ (বি. এ)। ৪ একর ৩০.১ শতক জমির উপর ১১ কক্ষ বিশিষ্ট একতলা পাকা ভবন নিয়ে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টি এই এলাকার একটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর।
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল