
Home যশোর জেলা / Jessore District > ভরত ভায়না মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৬)
এই পৃষ্ঠাটি মোট 96462 বার পড়া হয়েছে
ভরত ভায়না মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৬)
কেশবপুর উপজেলার শেষ প্রান্তে ভরত ভায়নার স্তুপের সন্নিকটে, বুড়ীভদ্রা নদীর নিকটবর্তী ভরত ভায়না গ্রামে বিদ্যালয়টি অবস্থিত। ১.২৬ একর জমির উপর ৯ কক্ষ বিশিষ্ট আধাপাকা বিল্ডিং, সন্মুখে বড় খেলার মাঠ নিয়ে বিদ্যালয়টি দাঁড়িয়ে আছে। ১৯৬৬ সালে বি. এ. জি. কে. জুনিয়ার হাই স্কুল নামে গোলপাতার একটি কাঁচাঘরে বিদ্যালয়টির আত্নপ্রকাশ ঘটে। ১৯৬৯ সালে বিদ্যালয়টি নিন্ম মাধ্যমিক বিদ্যালয় হিসাবে সরকার কর্তৃক অনুমোদন লাভ করে। পরবর্তী পর্যায়ে বিদ্যালয়টির নাম পরিবর্তন করে “ভরত ভায়না” মাধ্যমিক বিদ্যালয় নামকরণ করা হয়। ১৯৭৪ সালে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসাবে যশোর শিক্ষা বোর্ডের অনুমোদন লাভ করে।
বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে যাদের বিশেষ অবদান রয়েছে তাঁরা হলেন নৃপেন্দ্র কুমার রায়, রমেশ চন্দ্র সরকার, মোঃ আব্দুল গণি গোলদার, মোঃ সামছুর রহমান মোল্যা, মোঃ হাজের আলী, মোঃ চাঁদ আলী গাজী, মোঃ সোনাই সরদার, মৃত কাজী মোঃ সামছুর রহমান। পরবর্তী পর্যায়ে বিদ্যালয়টি উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন বিদ্যায়ের প্রতিষ্ঠাতা এস. এম মহিউদ্দীন, সহকারী শিক্ষক মোঃ আবদুল মজিদ, মোঃ সোহরাব উদ্দীন মোল্যা, স্থানীয় (ইউ. পি) চেয়ারম্যান এম. এম সিদ্দিকুর রহমান, গাজী মোঃ বাবর আলী, মোঃ কওছার আলী মোড়ল, মোঃ আব্দুল বিশ্বাস ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিদ্যালয়টি এই এলাকার বিদ্যার্থীদের শিক্ষালাভের একটি আদর্শ বিদ্যাপীঠ।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর।
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল