
Home যশোর জেলা / Jessore District > প্রতাপপুর নিভারানী মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৬)
এই পৃষ্ঠাটি মোট 96522 বার পড়া হয়েছে
প্রতাপপুর নিভারানী মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৬)
কেশবপুর উপজেলার ৩ নং ৪ নং ইউনিয়নের অধিবাসীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ১৯৬৬ সালে ডাঃ মহেন্দ্রনাথ দাস প্রতাপপুর গ্রামে মধু সড়কের পার্শ্বে মনোরম স্থানে এই বিদ্যালয়টি স্থাপন করেন। জন-সাধারণ তাঁর সুমহান দানের স্মৃতি স্বরূপ বিদ্যালয়টির নাম তাঁর সহধর্মিনীর নামে নামকরণ করেন “প্রতাপপুর নিভারানী মাধ্যমিক বিদ্যালয়”। বিদ্যালয়টি মোট জমির পরিমাণ ১ একর ৭০ শতক। বিদ্যালয় ভবনটি ৮ কক্ষ বিশিষ্ট পাকা দেওয়াল ও টিনের ছাউনী।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর।
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল