
Home যশোর জেলা / Jessore District > এস. এস জি বরণডালী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়
এই পৃষ্ঠাটি মোট 96470 বার পড়া হয়েছে
এস. এস জি বরণডালী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়
কেশবপুর উপজেলার ত্রিমোহীনী ইউনিয়নের কপোতাক্ষ নদের পূর্বতীরে বরডালী গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তিগণের সহযোগিতায় বিশিষ্ট ব্যবসায়ী ও প্রাক্তন সংসদ সদস্য মোঃ এরশাদ আলী গাজী বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার ব্যাপারে যাদের সক্রিয় সহযোগিতা ছিল তাঁদের মধ্যে উল্লেখযোগ্য মোঃ আনিছুর রহমান, মোঃ আজিয়ার রহমান ও অন্যান্য সূধীবৃন্দ। প্রতিষ্ঠাকালে বিদ্যালয়টি একটি সাধারণ গৃহে নিন্ম মাধ্যমিক বিদ্যালয় হিসাবে শ্রেণী কার্যক্রম শুরু করে। ১৯৭২ সালে বিদ্যালয়টি যশোর শিক্ষা বোর্ডের অনুমোদন লাভ করে। বর্তমানে বিদ্যালয়টি ১ একর ৭৫ শতক জমির উপর ২টি পাকা দেওয়াল ও টিনের ছাউনী এবং বিজ্ঞান ভবন নিয়ে অবস্থান করছে। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক মোঃ শওকত আলী। বিদ্যালয়টি এই এলাকার বিদ্যার্থীদের শিক্ষা লাভের একটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর।
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল