
Home যশোর জেলা / Jessore District > চিংড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় (১৯৭৩)
এই পৃষ্ঠাটি মোট 96393 বার পড়া হয়েছে
চিংড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় (১৯৭৩)
সাগরদাঁড়ীর পশ্চিমে কপোতাক্ষ বিধৌত প্রখ্যাত চিংড়ি বাজার। চিংড়া গ্রামের কয়েকজন বিদ্যানুরাগী ব্যক্তির প্রচেষ্টায় ১৯৭৩ সালে একটি নিন্ম মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৯৮৪ সালে প্রতিষ্ঠানটি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে অনুমোদিত হয়। এই এলাকায় সাগরদাঁড়ীতে ছাড়া আর কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এলাকাবাসী এখানে একটি বিদ্যালয়ের প্রয়োজনীয়তা অনুভব করেন। যার ফলশ্রুতিতে এই বিদ্যালয়টি গড়ে উঠে। প্রথমে এর শ্রেণী কার্যক্রম শুরু হয় একটি পরিত্যক্ত প্রাথমিক বিদ্যালয়ে। পরে এর নিজস্ব জমিতে স্থানান্তরিত হয়। বর্তমানে বিদ্যালয়টি ১.৫১ একর জমির উপর ৭ কক্ষ বিশিষ্ট আধাপাকা ভবন নিয়ে অবস্থিত। বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে যাঁদের অবদান অপরিসীম তাঁরা হলেন, শ্রী ধীরেন্দ্রনাথ, মোঃ আরশাদ আলী মোড়ল, মোঃ সুরোত আলী মোড়ল, মোঃ জামাল উদ্দীন মোড়ল, মোঃ নূর আলী খান, মৃত রজব আলী মোড়ল সহ আরো অনেকে।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর।
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল