
Home চিকিৎসক / Medical officer > প্রফেসর ডাঃ সৈয়দ মাহাবুবুল আলম / Prof. Dr. Syed Mahbubul Alam (1957)
এই পৃষ্ঠাটি মোট 100226 বার পড়া হয়েছে
প্রফেসর ডাঃ সৈয়দ মাহাবুবুল আলম / Prof. Dr. Syed Mahbubul Alam (1957)
প্রফেসর ডাঃ সৈয়দ মাহাবুবুল আলম
Prof. Dr. Syed Mahbubul Alam
Home District: Jessore
Prof. Dr. Syed Mahbubul Alam
Home District: Jessore
পা

ডাঃ সৈয়দ মাহাবুবুল আলম ১৯৫৭ সালের ৪ঠা নভেম্বর যশোর শহরে কারবালার পৈত্রিক বড়ীতে জন্মগ্রহণ করেন। পিতা সৈয়দ বজলুল করিম পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। মা মেহরুন্নেছা একজন গৃহিণী। ৭ ভাই ও ৪ বোনের মধ্যে জনাব আলম ৩য়। বড় ভাই ইপিজেড এর জি. এম. হিসেবে অবসর নেন। মেজ ভাই ডা: সৈয়দ আফজালুল করিম হলিফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজের চর্ম বিভাগে সহযোগি অধ্যাপক নিয়োজিত আছেন। এক বোন দৌলতুন্নেছা যশোর সিটি কলেজের প্রিন্সিপ্যাল হিসেবে অবসর গ্রহণ করেছেন। অন্য ভাই-বোনেরা প্রত্যেকেই স্ব-স্ব কর্মস্থলে প্রতিষ্ঠিত।
পারিবারিক জীবনে তিনি এক কন্যা ও এক পুত্রের জনক। স্ত্রী একজন গৃহিণী। একমাত্র মেয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং ছেলে ‘ও’ লেভেলের ছাত্র।
শিক্ষা ও কর্ম জীবন:
শিক্ষা জীবন শুরু হয় যশোর মিশন স্কুলে। এর পর যশোর জিলা স্কুলে ৩য় শ্রেণী থেকে ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার পর ৭ম শ্রেণী থেকে ঝিনাইদহ ক্যাডেট কলেজে লেখাপড়া করেন। ১৯৭৩ সালে তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এস. এস. সি পরীক্ষায় যশোর বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় ৬ষ্ঠ স্থান অধিকার করেন। ১৯৭৫ সালে একই কলেজ থেকে এইচ. এস. সি পাশ করেন। ১৯৮২ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এম. বি. বি. এস ডিগ্রী লাভ করেন। ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার হিসেবে তিনি তাঁর কর্ম জীবন শুরু করেন। পরবর্তীতে মনিরামপুরে বদলি হন। এরপর তিনি ইরানে যান। এক বছর ইরানে চাকরি করার পর তিনি দেশে ফিরে এসে বি. সি. এস পরীক্ষায় উত্তীর্ণ হন। ইতোমধ্যে তিনি সার্জারীতেও উচ্চতর ডিগ্রী লাভ করেন। সর্বপ্রথম তিনি পিজি হাসপাতালে কনসালটেন্ট হিসেবে কাজ করেন এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি বরিশাল, চট্টগ্রাম ও খুলনাতে বিভিন্ন হাসপাতালে সরকারী চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে সার্জারী বিভাগের প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন।
পেশার বাইরে বিভিন্ন ট্রেনিং এর জন্যে যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, নেপাল, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, ব্যাংকক, বেলজিয়াম, হল্যান্ড ইত্যাদি বহু দেশে ভ্রমণ করেছেন। ডাক্তারী পেশার পাশাপাশি তিনি বাংলাদেশ মেডিকেল কলেজের কোষাধক্ষ্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ সোসাইটি অব সার্জন্ট এবং সাব সোসাইটি অব সার্জেন্ট জেনারেল সেক্রেটারী হিসাবে কাজ করে যাচ্ছেন।
সাক্ষাৎকার গ্রহণে:
মো: হাসানূ্জ্জামান (বিপুল)
হাবিব ইবনে মোস্তফা
সম্পাদনা:
মো: হাসানূজ্জামান (বিপুল)
সর্বশেষ আপডেট:
মার্চ ২০১২