
Home জামাই-পুত্রবধু / Son-in-law & Daughter-in-law > আমিনুল ইসলাম বুলবুল / Aminul Islam Bulbul (1968)
এই পৃষ্ঠাটি মোট 100010 বার পড়া হয়েছে
আমিনুল ইসলাম বুলবুল / Aminul Islam Bulbul (1968)
আমিনুল ইসলাম বুলবুল
Aminul Islam Bulbul
Home District:

ক্যারিয়ার এর অধিকাংশ সময় কেটেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এর হয়ে খেলে। শেষ মৌসুম কেটেছে বিমান এ। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম পুরোধা এই সাহসী ক্রিকেটার আমাদের দেশের প্রথম খেলোয়ার হিসেবে মাইনর কাউন্টি খেলতে ইংল্যান্ড যান। কয়েকটি সফল মৌসুম কেটেছে সেখানে। দীর্ঘ দিনের ভালোবাসার পর বিয়ে করেছেন বন্ধুর ছোট বোন যশোরের ঝিকরগাছার মেয়ে যুইকে। তাকে নিয়েই তার সুখের সংসার।
বাংলাদেশ এর অভিষেক টেস্টে তাঁরও টেস্ট অভিষেক ঘটে (বিপক্ষঃ ভারত নভেম্বর ১০,২০০০)।[১] ক্যারিয়ারের প্রথম মাচে ১৪৫ রান করে সাড়া জাগালেও নির্বাচকদের "নতুনদের সু্যোগ দেবার নীতি" এর শিকার হয়ে ফর্মে থাকা অবস্থায় জাতীয় দল থেকে বাদ পড়েন, এবং পরে অভিমানে অবসর নেন জাতীয় দল থেকে। এরপর তিনি চলে যান অস্ট্রেলিয়ায়। সেখানে একটি কোচিং এর প্রোগ্রাম করে স্থানীয় একটি দলে কোচ-কাম-খেলোয়াড় হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের ফিরে আবাহনী লিমিটেড ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
তথ্যসূত্র: উইকিপিডিয়া