
Home জামাই-পুত্রবধু / Son-in-law & Daughter-in-law > ফেরদৌস আহমেদ / Ferdous Ahmed (1972)
এই পৃষ্ঠাটি মোট 99967 বার পড়া হয়েছে
ফেরদৌস আহমেদ / Ferdous Ahmed (1972)
ফেরদৌস আহমেদ
Ferdous Ahmed
Ferdous Ahmed
যশোরের জামাই ফে


ফেরদৌস অভিনীত সফল চলচ্চিত্রের মধ্যে; হঠাৎ বৃষ্টি (১৯৯৯), চুপি চুপি (২০০১), প্রেমের জ্বালা (২০০২), বউ-শাশুড়ির যুদ্ধ ও চন্দ্রকথা (২০০৩), ফুলের মত বউ (২০০৪), দুই নয়নের আলো (২০০৬), খায়রুন সুন্দরী (২০০৭), বাবা আমার বাবা (২০০৯) এবং গোলাপী এখন বিলেতে ও গেরিলা (২০১০) অন্যতম।
চলচ্চিত্রে আসার আগে ফেরদৌস র্যাম্প মডেল হিসেবে কাজ করেছেন ফ্যাশন সেক্টরে। আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের হাত ধরে র্যাম্পে তার হাতেখড়ি। নব্বইয়ের দশকের শুরুতে বড় বড় বেশ কিছু ফ্যাশন শোর র্যাম্পিংয়ে তিনি অংশ নেন।
অভিনয় জীবন:
ফেরদৌস আহমেদ, চলচ্চিত্র জগতে পরিচিত পান ফেরদৌস হিসেবে তাঁর চলচ্চিত্রে আগমন ঘটে প্রয়াত নৃত্য পরিচালক আমির হোসেন বাবু'র হাত ধরে। তখন আমির হোসেন বাবু পরিচালক হিসেবে নাচভিত্তিক একটি চলচ্চিত্র ‘নাচ ময়ূরী নাচ’ নির্মাণের পরিকল্পনা করছিলেন। একসময় তিনি ফেরদৌসকে আবিস্কার করেন। কিন্তু আমির হোসেন বাবু সেই ছবির কাজ আর শুরু করতে পারেননি। প্রয়াত জননন্দিত অভিনেতা সালমান শাহ এর আকস্মিক মৃত্যুর করনে তার অভিনীত অসমাপ্ত একটি ছবিতে কাজ করতে ফেরদৌস প্রথম ক্যামেরার সামনে আসেন ১৯৯৭ সালে। ছটকু আহমেদ পরিচালিত বুকের ভিতর আগুন ছবির মাধ্যমে। সালমান শাহের মৃত্যুর পর ছটকু আহমেদ ছবির গল্পে কিছুটা পরিবর্তন করে ফেরদৌসকে কাজ করার সুযোগ দেন। এরপর ১৯৯৮ সালে এককভাবে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন অঞ্জন চৌধুরী পরিচালিত পৃথিবী আমারে চায় না ছবির মধ্য দিয়ে। এরপর তিনি ব্যাপকভাবে আলোচিত ও জনপ্রিয় হয়ে উঠেন ১৯৯৮ সালে ভারতের চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনার ছবি হঠাৎ বৃষ্টি ছবির মাধ্যমে। এই ছবির অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
এরপর থেকে তিনি একাধারে বাংলাদেশ ও ভারতের বাংলা চলচ্চিত্রে অভিনয় করছেন। এছাড়াও মিট্টি নামের একটি বলিউড এর হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
বাসু চ্যাটার্জির পরিচালনায় চুপি চুপি (২০০১) ও টক ঝাল মিষ্টি (২০০২) ছবি দুটিতে তিনি অভিনয় করেছেন। ২০০৩-এ হুমায়ুন আহমেদ এর চন্দ্রকথা ও আমজাদ হোসেন এর কাল সকালে। ২০০৪-এ মোস্তফা সরয়ার ফারুকী'র ব্যাচেলর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর সাহিত্যের প্রথম চলচ্চিত্রায়ন মৌসুমী-গুলজার এর মেহের নেগার। ২০০৫-এ মতিন রহমান পরিচালিত জাতীয় কবির সাহিত্যের দ্বিতীয় চলচ্চিত্রায়ন রাক্ষুসী ছবিতেও তিনি জৈষ্ঠ অভিনেত্রী রোজিনার বিপরীতে দারুন অভিনয় করেছেন। একই বছর জনপ্রিয় অভিনেত্রী কবরী পরিচালিত প্রথম ছবি আয়না-তেও তিনি অভিনয় করেছেন।
২০০৬-এ চলচ্চিত্রকার দিদারুল আলম বদলের প্রযোজনায় দুটি ছবিতে তিনি কাজ করেছেন। প্রথমটি হুমায়ুন আহমেদ-এর জনপ্রিয় উপন্যাস নন্দিত নরকে অবলম্বনে একই শিরোনামে নির্মিত চলচ্চিত্র নন্দিত নরকে, এটি পরিচালনা করেছেন বেলাল আহমেদ। দ্বিতীয়টি দিদারুল আলম বদলের নিজের পরিচালনায় না বোলনা, এটিতে তিনি প্রথম ও শেষ অংশে একটি বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন। ২০০৭-এ বহুল আলোচিত গ্রাম বাংলার পটভূমিতে নির্মিত খায়রুন সুন্দরী চলচ্চিত্র অসাধারণ ব্যবসায়িক সাফল্য লোভ করে, এটি পরিচালনা করেছেন এ কে সোহেল।
২০০৮-এ খ্যাতনামা চলচ্চিত্রকার আবু সাইয়িদ এর রূপান্তর চলচ্চিত্রে তিনি অসাধারণ অভিনয় করেন। ২০০৯-এ সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড এর গঙ্গাযাত্রা ছবিতে অভিনয় করে তিনি দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার এর শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার লাভ করেন (যৌথভাবে চঞ্চল চৌধুরী'র সাথে মনপুরা ছবির জন্য) এবং ওয়াকিল আহমেদের কে আমি চলচ্চিত্রে একটি আইটেম গানে অভিনয় করেন।
২০১০ সালে তিনি বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন. এর মধ্যে; খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন এর গোলাপী এখন বিলেতে, খিজির হায়াৎপরচালিত ক্রীড়া ভিত্তিক চলচ্চিত্র জাগো এবং নাসির উদ্দিন ইউসুফ এর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র গেরিলা অন্যতম। ২০১১ সালে প্রথম মুক্তি পায় মুশফিকুর রহমান গুলজার পরিচালিত কুসুম কুসুম প্রেম এবং শাহীন-সুমন এর কে আপন কে পর ছবিতে বিশেষ অতিথি একটি গানে দৃশ্যে এবং ভারতীয় বাংলা ফাইটার ছবিতে তিনি অভিনয় করেছেন। ২০১২-এর খোকাবাবু নামের ভারতীয় ছবিতেও তিনি আছেন।
নিজের প্রথম প্রযোজনায় নির্মানাধীন আছে এক কাপ চা এটি পরিচালনা করছেন ইমতিয়াজ নেয়ামুল এবং দ্বিতীয়টি বাসু চ্যাটার্জি পরিচালনায় হঠাৎ সেদিন। এছাড়া মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এমনোতো প্রেম হয় এবং জাকির হোসেন রাজুর যুগে যুগে তুমি আমারই ছবি দুটিতে তিনি চুক্তুবদ্ধ হয়েছেন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার
বিজয়ী শ্রেষ্ঠ অভিনেতা - হঠাৎ বৃষ্টি
বিজয়ী শ্রেষ্ঠ অভিনেতা - গঙ্গা যাত্রা (যৌথভাবে চঞ্চল চৌধুরী'র সাথে মনপুরা ছবির জন্য)
![]() |