
Home যোদ্ধা-বিদ্রোহী / Fighters-Rebel > গাজী আব্দুল হাই / Gazi Abdul Hai (1951 - 2012)
এই পৃষ্ঠাটি মোট 99877 বার পড়া হয়েছে
গাজী আব্দুল হাই / Gazi Abdul Hai (1951 - 2012)
গাজী আব্দুল হাই
Gazi Abdul Hai
Home District: Jessore
সদা হাস্যজ্বোল

ছেলেবেলা থেকে দুরন্ত প্রকৃতির আব্দুল হাই যশোর জেলা ছাত্রলীগের পাঠচক্র সম্পাদক ছিলেন। তিনি ৩ মার্চ ১৯৭১ যশোর কালেক্টরেট ভবন থেকে পাকিস্তানী পতাকা নামিয়ে পুড়িয়ে ফেলেন এবং সহযোদ্ধাদের উজ্জীবিত করতে টানিয়ে দেন বাংলাদেশের প্রতিকী পতাকা। এ প্রতিকী পতাকা উত্তোলনকেই পরাধীন বাংলাদেশে স্বাধীনচেতা মুক্তিযোদ্ধাদের প্রথম পতাকা উত্তোলন হিসেবে দেখা হয়। অসীম সাহসী আব্দুল হাইয়ের নের্তৃত্বে ২৫ মার্চ’৭১ কালো রাতে ক্যান্টনমেন্ট থেকে অগ্রগামী পাকিস্তানী আর্মিদের শহরের বিভিন্ন রাস্তায় প্রতিরোধ গড়ে তোলা হয়। তারপর ভারতের দেরাদুনে প্রথম ব্যাচে মুক্তিযুদ্ধের ট্রেনিং নেন। দীর্ঘ নয় মাস তিনি ঝিকরগাছা ও চৌগাছা মুজিব বাহিনীর কমান্ডার হিসাবে সাহসিকতার সাথে মুক্তিযুদ্ধ করেন। স্বাধীনতা উত্তর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ রাজনীতিতে যো

২০১২ সালের ১৭ জানুয়ারী মঙ্গলবার ভোর রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণপ্লাজায় তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। সেখান থেকে তার লাশ নেয়া হবে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে। রাতে লাশ যশোরে পৌঁছায়। পরদিন বুধবার যোহর বাদ যশোর ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর শহরের কারবালা কবরস্থানে তাকে দাফন করা হয়।
তথ্যসূত্র:
গ্রামের কাগজ সংবাদ
সর্বশেষ আপডেট:
জানুয়ারী ২০১২