
Home যশোর জেলা / Jessore District > মনিরামপুর আদর্শ মহিলা আলিম মাদ্রাসা (১৯৮৫)
এই পৃষ্ঠাটি মোট 96524 বার পড়া হয়েছে
মনিরামপুর আদর্শ মহিলা আলিম মাদ্রাসা (১৯৮৫)
Manirampur Adarsho Mohila Alim Madrasa
_640x384.jpg)
মনিরামপুর আদর্শ মহিলা আলিম মাদ্রাসাটি উপজেলার হরিদাশকাটি ইউনিয়ানের শ্রীপুর গ্রামে অবস্থিত। মনিরামপুর শহর থেকে প্রায় ৮/৯ কিলোমিটার দুরে ঢাকুরিয়া-মনিরামপুর সড়কের চান্দুয়া নামক মোড় থেকে পূর্বে ৪শ গজ এগিয়ে গেলে মাদ্রাসাটি চোখে পড়বে। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি ৩ যুগ পার করলেও উন্নয়নের ছোওয়া তেমন লাগেনি। ১ বিঘা ১০ শতক জমির উপর ৩টি টিনশেটের বিল্ডিং নিয়ে মাদ্রাসাটির অবস্থান। প্রথম বিল্ডিংটি ৫ কক্ষ বিশিষ্ট টিন সেডের পাকা ঘর, ২য় বিল্ডিংটি ৩ কক্ষ বিশিষ্ট টিনের সেডের পাকা ঘর এবং ৩য় বিল্ডিংটি ৭ কক্ষ বিশিষ্ট টিন সেডের পাকা ঘর। এখানে মেয়েদের একটি সাধারণ কক্ষটি রয়েছে। শ্রীপুর আদর্শ মহিলা আলিম মাদ্রাসাটি পূনর্জীবিত করেন অধ্যক্ষ ইমতাজ উদ্দীন। নারীদের

তথ্য ও ছবি সংগ্রহ:
শরিফুল ইসলাম
মনিরামপুর প্রতিনিধি
মোবাইল : ০১৯১৯-৩৪৭৫৮৭
সহযোগিতায় :
নিরাঞ্জন প্রসাদ বিশ্বাস
চেয়ারম্যান
হরিদাসকাটি ইউনিয়ন
মনিরামপুর।