মনিরামপুর উপজেলার হরিদাশকাটি ইউনিয়নের পাঁচবাড়ীয়া গ্রামে ৩ একর ৮০ শতক জমির উপর ১৫/২০ কক্ষ বিশিষ্ট ২টি দ্বিতল পাকা ভবন নিয়ে মুক্তেশ্বরী ডিগ্রী কলেজটির অবস্থান। কলেজে মেয়েদের জন্য একটি সাধারণ কক্ষ রয়েছে। কলেজের পাশদিয়ে মুক্তিশ্বরী নদী প্রবাহিত হওয়ার কারণে এর নামকরণ করা হয় মুক্তেশ্বরী ডিগ্রী কলেজ। এলাকার প্রবীন শিক্ষক বীন্দ্ররা এর উদ্যোগে ১৯৮৪ সালে কলেজটির যাত্রা শুরু হয়। এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তি তারুক মল্লিক, রণজিত মল্লিক ও জীবন বিশ্বাস কলেজের পুরো জমি দান করে স্মরণীয় হয়ে আছেন। প্রতিবছর এখান থেকে বেশকিছু ছাত্র-ছাত্রী এ+ পেয়ে থাকে। ২০০৮ সালে কলেজটি যশোর শিক্ষা বোর্ডের মধ্যে প্রথম স্থান করায় বোর্ড কর্তৃপক্ষ পুরষ্কার হিসেবে কয়েকটি কম্পিউটার দান করেন। ২০১১ সালে মনিরামপুরের মধ্যে শীর্ষে অবস্থান করে কলেজটি। কলেজটি এলাকার মানুষের মধ্যে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
তথ্য সংগ্রহে : শরিফুল ইসলাম
যশোর.ইনফো প্রতিনিধি
মনিরামপুর।
মোবাইল : ০১৯১৯-৩৪৭৫৮৭
সহযোগিতায়:
নিরঞ্জন প্রসাদ বিশ্বাস
চেয়ারম্যান, হরিদাসকাটি ইউনিয়ন, মনিরামপুর।