
Home জামাই-পুত্রবধু / Son-in-law & Daughter-in-law > সৈয়দ ইসতিয়াক রেজা / Syed Istiak Reza (1966)
এই পৃষ্ঠাটি মোট 100022 বার পড়া হয়েছে
সৈয়দ ইসতিয়াক রেজা / Syed Istiak Reza (1966)
সৈয়দ ইসতিয়াক রেজা
Syed Istiak Reza
Home District: Brahmanbaria

বিশিষ্ট সাংবাদিক জনাব সৈয়দ ইশতিয়াক রেজা ১৯৬৬ সালের ১১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়ীয়া জেলায় জন্মগ্রহণ করেন। পিতা মরহুম সৈয়দ জহুরুল হক সামরিক প্রকৌশল বিভাগে কাজ করতেন। ৯ ভাই-বোনের মধ্যে ইসতিয়াক রেজার স্থান ৫ম।
১৯৯৪ সালের ২৪ জানুয়ারী সালে যশোর পুরাতন কসবা কাজী পাড়ার মেয়ে মাহবুবা আরা-এ

শিক্ষাজীবন:
জনাব ইসতিয়াক রেজা ঢাকা ক্যান্টনমেন্ট স্কুলে হতে ১৯৮১ সালে মাধ্যমিক পাশ করেন। উচ্চ মাধ্যমিক পাশ করেন ১৯৮২ সালে ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে তিনি এম. এ ডিগ্রী অর্জন করেন।
সাংবাদিকতা:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি সাংবাদিকতা শুরু করেন। প্রথমে Bangladesh Observer এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে কাজ শুরু করেন।

লেখালেখি:
চাকরির পাশাপাশি তিনি বিভিন্ন পত্র পত্রিকায় কলাম লেখেন। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে Financial Express.
সাংগঠনিক কর্মকান্ড:
স্বরশ্রুতি নামে একটি আবৃতি সংস্থার দুইবার প্রেসিডেন্ট ছিলেন জনাব ইশতিয়াক রেজা।
সম্মাননা:
১৯৯৮ সালে তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সেরা রিপোর্টার হিসেবে পুরষ্কৃত হন।
যশোরের স্মৃতি:
যশোর তাঁর কাছে খুব স্মৃতিময় এলাকা। মাঝে মধ্যেই তিনি যশোরে যান। শ্যালক এ্যাডভকেট হেলাল আহমেদ যশোরেই থাকেন।
সাক্ষৎকার গ্রহণে:
মো: হাসানূজ্জামান (বিপুল)
মাহমুদ সোহেল
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান (বিপুল)
সর্বশেষ আপডেট:
ফেব্রুয়ারী ২০১২